বিচারকর্তৃগণ 11:11 - কিতাবুল মোকাদ্দস11 পরে যিপ্তহ গিলিয়দের প্রধান ব্যক্তিদের সঙ্গে গেলেন; তাতে লোকেরা তাঁকে তাদের প্রধান ও শাসনকর্তা করলো; পরে যিপ্তহ মিস্পাতে মাবুদের সাক্ষাতে নিজের সমস্ত কথা বললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 অতএব যিপ্তহ গিলিয়দের প্রাচীনদের সঙ্গে গেলেন, এবং লোকেরা তাঁকে তাদের সর্দার ও সেনাপতি করল। আর তিনি মিস্পাতে সদাপ্রভুর সামনে তাঁর সব কথার পুনরাবৃত্তি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যিপ্তাহ্ তখন গিলিয়দের নেতৃবৃন্দের সঙ্গে দেশে ফিরে এলেন। লোকেরা তাঁকে তাদের সেনানায়ক ও অধিপতিরূপে বরণ করল। যিপ্তাহ্ মিস্পাতে গিয়ে পরমেশ্বরকে সাক্ষী রেখে তাঁর সমস্ত শর্ত পাকা করে নিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গের সহিত গেলেন; তাহাতে লোকেরা তাঁহাকে আপনাদের প্রধান ও শাসনকর্ত্তা করিল; পরে যিপ্তহ মিস্পাতে সদাপ্রভুর সাক্ষাতে আপনার সমস্ত কথা কহিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 অগত্যা যিপ্তহ তাদের সঙ্গে চলে গেল। তারা যিপ্তহকে তাদের নেতা ও সেনাপতি করে দিলে মিস্পা শহরে প্রভুর সামনে যিপ্তহ আর একবার তার কথাগুলো শুনিয়ে দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পরে যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গের সঙ্গে গেলেন; তাতে লোকেরা তাকে নিজেদের প্রধান ও শাসনকর্ত্তা করল; পরে যিপ্তহ মিস্পাতে সদাপ্রভুর সামনে নিজের সমস্ত কথা বললেন। অধ্যায় দেখুন |