বিচারকর্তৃগণ 1:31 - কিতাবুল মোকাদ্দস31 আশের-বংশ অক্কো, সিডন, অহলব, অক্সীব, হেল্বা, অপীক ও রাহোব-নিবাসীদেরকে অধিকারচ্যুত করলো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 আশের গোষ্ঠীর লোকেরাও অক্কো বা সীদোন বা অহলব বা অক্ষীব বা হেল্বা বা অফীক বা রহোব নিবাসী লোকজনকে বিতাড়িত করল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আশের গোষ্ঠীও আক্কো, সীদোন, অহলাব, আকষিব, হেল্বা অফিক ও রহোবের অধিবাসীদের বিতাড়িত করল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আশের অক্কো, সীদোন, অহলব, অক্ষীব, হেল্বা, অফীক ও রহোব-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 আশের পরিবারগোষ্ঠীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তারা অন্যান্য জাতির লোকদের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক এবং রহোব শহর থেকে তাড়িয়ে দেয় নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আশের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক ও রহোব নিবাসীদের বঞ্চিত করল না। অধ্যায় দেখুন |