ফিলিপীয় 3:2 - কিতাবুল মোকাদ্দস2 সেই কুকুরদের থেকে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের থেকে সাবধান, সেই খৎনা-পন্থীদের থেকে সাবধান! অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ঐ কুকুরদের সম্পর্কে সাবধান। ওদের অপকর্ম, অঙ্গহানিকর ক্রিয়াকলাপ থেকে সাবধান হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্য্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “কুকুরদের” থেকে সাবধান! যারা মন্দ কাজ করে ও যারা দেহকে ছিন্নভিন্ন করতে চায় তাদের থেকে সাবধান! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 সেই কুকুরদের থেকে সাবধান, সেই মন্দ কাজ করে যারা তাদের কাছ থেকে সাবধান, যারা দেহের কোনো অংশকে কাটা-ছেঁড়া করে সেই লোকদের থেকে সাবধান। অধ্যায় দেখুন |