ফিলিপীয় 2:28 - কিতাবুল মোকাদ্দস28 এজন্য আমি খুব আগ্রহের সঙ্গেই তাঁকে পাঠালাম, যেন তোমরা তাঁকে দেখে পুনর্বার আনন্দ কর, আমারও দুঃখের লাঘব হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 সেইজন্য, আমি আরও আগ্রহ সহকারে তাঁকে পাঠাচ্ছি, যেন আবার তাঁর দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও দুঃখ হালকা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সেই জন্য আমি আরও আগ্রহের সঙ্গে তাঁকে পাঠাচ্ছি যেন তাঁকে আবার দেখে তোমরা আনন্দ পাও এবং আমারও দুঃখের লাঘব হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 এই জন্য আমি অধিক যত্নপূর্ব্বক তাঁহাকে পাঠাইলাম, যেন তোমরা তাঁহাকে দেখিয়া পুনর্ব্বার আনন্দ কর, আমারও দুঃখের লাঘব হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তাই এত আগ্রহের সঙ্গে আমি তোমাদের কাছে তাঁকে পাঠাচ্ছি যেন তোমরা তাঁকে দেখে আবার আনন্দ পাও আর তোমাদের বিষয়ে আমাকে আর চিন্তা করতে না হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 এই জন্য আমি আগ্রহের সঙ্গে তাঁকে পাঠালাম, যেন তোমরা তাঁকে দেখে পুনর্বার আনন্দ কর, আমারও দুঃখের লাঘব হয়। অধ্যায় দেখুন |