প্রেরিত্ 8:34 - কিতাবুল মোকাদ্দস34 নপুংসক জবাবে ফিলিপকে বললেন, নিবেদন করি, নবী কার বিষয় এই কথা বলেন? নিজের বিষয়ে, না অন্য কারো বিষয়ে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ34 নপুংসক ফিলিপকে জিজ্ঞাসা করলেন, “অনুগ্রহ করে আমাকে বলুন, ভাববাদী এখানে কার সম্পর্কে একথা বলেছেন, নিজের বিষয়ে, না অন্য কারও সম্পর্কে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 সেই নপুংসক ভদ্রলোক ফিলিপকে জিজ্ঞাসা করলেন, আমাকে দয়া করে বলুন, নবী কার সম্বন্ধে এ কথা বলেছেন? তাঁর নিজের না আন্য কারো সম্বন্ধে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 নপুংসক উত্তর করিয়া ফিলিপকে বলিলেন, নিবেদন করি, ভাববাদী কাহার বিষয়ে এই কথা কহেন? নিজের বিষয়ে, না অন্য কাহারও বিষয়ে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 সেই কোষাধ্যক্ষ ফিলিপকে বললেন, “অনুগ্রহ করে বলুন, ভাববাদী কার বিষয়ে এই কথা বলছেন? তিনি কি তাঁর নিজের বিষয়ে বলছেন, অথবা অন্য কারো বিষয়ে?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 নপুংসক ফিলিপকে জিজ্ঞাসা করলেন এবং প্রার্থনার সঙ্গে জানতে চাইলেন, ভাববাদী কার বিষয়ে এই কথা বলছেন? নিজের বিষয়ে না অন্য কারো বিষয়। অধ্যায় দেখুন |