প্রেরিত্ 7:18 - কিতাবুল মোকাদ্দস18 অবশেষে মিসরের উপরে এমন আর এক জন বাদশাহ্ উৎপন্ন হলেন, যিনি ইউসুফকে জানতেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 পরে ‘এমন এক নতুন রাজা মিশরের ক্ষমতায় এলেন, যাঁর কাছে যোষেফের কোনও গুরুত্বই ছিল না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অবশেষে মিশরে এমন একজন রাজার অভ্যুত্থান হল, যিনি যোষেফ সম্বন্ধে কিছুই জানতেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 অবশেষে মিসরের উপরে এমন আর এক জন রাজা উৎপন্ন হইলেন, যিনি যোষেফকে জানিতেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 মিশরে তখন অন্য একজন রাজা হয়েছেন। তিনি যোষেফের সম্পর্কে জানতেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 শেষে মিশরের উপরে এমন আর একজন রাজা হলেন, যে যোষেফকে জানতেন না। অধ্যায় দেখুন |