প্রেরিত্ 5:22 - কিতাবুল মোকাদ্দস22 কিন্তু যে পদাতিকেরা গেল, তারা কারাগারে তাঁদেরকে পেল না; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু কারাগারে উপস্থিত হয়ে কর্মচারীরা তাঁদের সেখানে খুঁজে পেল না। তাই তারা ফেরত গিয়ে সংবাদ দিল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কর্মচারীরা কারাগারে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে ফিরে এসে সংবাদ দিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কিন্তু যে পদাতিকেরা গেল, তাহারা কারাগারে তাঁহাদিগকে পাইল না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কিন্তু সেই লোকরা কারাগারে এসে কারাগারের মধ্যে প্রেরিতদের দেখতে পেল না। তাই তারা ফিরে গিয়ে বলল, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কিন্তু যখন সেই আধিকারিকরা কারাগারে পৌঁছলো, তারা দেখল প্রেরিতেরা সেখানে নেই, সুতরাং তারা ফিরে গেল এবং এই সংবাদ দিল, অধ্যায় দেখুন |