প্রেরিত্ 28:3 - কিতাবুল মোকাদ্দস3 কিন্তু পৌল এক বোঝা কাঠ কুড়িয়ে ঐ আগুনের উপরে ফেলে দিলে আগুনের উত্তাপে একটা কালসাপ বের হয়ে তাঁর হাত কামড়ে ধরলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 পৌল এক বোঝা জ্বালানি কাঠ সংগ্রহ করে ওই আগুনে দেওয়ামাত্র, আগুনের তাপে একটি বিষধর সাপ বেরিয়ে এসে তাঁর হাত শক্ত করে জড়িয়ে ধরল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পৌল এক বোঝা কাঠ জড়ো করেছিলেন। সেগুলো তিনি আগুনে দিচ্ছিলেন, এমন সময় একটা বিষাক্ত সাপ আগুনের তাপে বেরিয়ে এসে পৌলের হাত জড়িয়ে ধরল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কিন্তু পৌল এক বোঝা কাষ্ঠ কুড়াইয়া ঐ আগুনের উপরে ফেলিয়া দিলে আগুনের উত্তাপে একটা কালসর্প বাহির হইয়া তাঁহার হাতে লাগিয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 পৌল এক বোঝা শুকনো কাঠ যোগাড় করে এনে আগুনের ওপর ফেলে দিলে আগুনের হল্কায় একটা বিষধর সাপ বেরিয়ে এসে পৌলের হাতে জড়িয়ে ধরল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 কিন্তু পৌল এক বোঝা কাঠ কুড়িয়ে ঐ আগুনে ফেলে দিলে আগুনের তাপে একটা বিষধর সাপ বের হয়ে তাঁর হাতে লেগে থাকল। অধ্যায় দেখুন |