প্রেরিত্ 19:38 - কিতাবুল মোকাদ্দস38 অতএব যদি কারো বিরুদ্ধে দীমীত্রিয়ের ও তার সঙ্গী কারিগরদের কোন কথা থাকে, তবে আদালত খোলা আছে, শাসনকর্তারাও আছেন, তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ38 তাহলে, যদি দিমিত্রীয় ও তার সহযোগী শিল্পীদের কোনো অভিযোগ থাকে, আদালতের দরজা খোলা আছে, সেখানে প্রদেশপালেরাও আছেন। তারা সেখানে অভিযোগ দাখিল করতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 অবশ্য ডিমিট্রিয়াস ও তার কারিগরদের যদি এদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাহলে আদালত খোলা আছে, সেখানে বিচারকরাও আছেন। সেখানে তারা নালিশ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 অতএব যদি কাহারও বিরুদ্ধে দীমীত্রিয়ের ও তাহার সঙ্গী শিল্পকরদের কোন কথা থাকে, তবে আদালত খোলা আছে, দেশাধ্যক্ষগণও আছেন, তাহারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তাই যদি কারো বিরুদ্ধে দীমীত্রিয় ও তার সম-ব্যবসায়ীদের কোন অভিযোগ থাকে, তবে আদালত খোলা আছে, বিচারকরাও আছেন, তারা সেখানে গিয়ে তাদেব বিরুদ্ধে মামলা করুক! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 অতএব যদি কারও বিরুদ্ধে দীমীত্রিয়ের ও তার সহ শিল্পীদের কোনো অভিযোগ থাকে, তবে আদালত খোলা আছে, দেশের প্রধানেরাও আছেন, তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করুক। অধ্যায় দেখুন |