প্রেরিত্ 19:12 - কিতাবুল মোকাদ্দস12 এমন কি, তাঁর শরীর থেকে রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে ব্যাধি তাদেরকে ছেড়ে যেত এবং দুষ্ট রূহ্রা বের হয়ে যেত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 এমনকি, তাঁর স্পর্শ করা রুমাল ও পোশাক অসুস্থ ব্যক্তিদের কাছে নিয়ে গেলে তারা সুস্থ হত এবং মন্দ-আত্মা তাদের ছেড়ে যেত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 লোকে তাঁর রুমাল বা পরণের আলখাল্লা নিয়ে গিয়ে রোগীদের অঙ্গে স্পর্শ করাত। তাতেই তারা সুস্থ হয়ে যেত এবং অপদেবতা বেরিয়ে যেত তাদের মধ্যে থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 এমন কি, তাঁহার গাত্র হইতে রুমাল কিম্বা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিগকে ছাড়িয়া যাইত, এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এমন কি তাঁর স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভাল হয়ে যেত, আর অশুচি আত্মারাও তাদের মধ্য থেকে বার হয়ে যেত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 এমনকি পৌলের শরীর থেকে তাঁর রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে তাদের অসুখ সেরে যেত এবং মন্দ আত্মা বের হয়ে যেত। অধ্যায় দেখুন |