প্রেরিত্ 13:35 - কিতাবুল মোকাদ্দস35 কেননা তিনি অন্য জবুরেও বলেন, “তুমি নিজের বিশ্বস্ত গোলামের ক্ষয় দেখতে দেবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 অন্যত্রও এই কথার এভাবে বর্ণনা করা হয়েছে: “ ‘তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 অন্য একটি গীতে তিনি বলেছেনঃ তুমি তোমার ভক্ত দাসকে অবক্ষয়ের কবলিত হতে দেবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 কেননা তিনি অন্য গীতেও বলেন, “তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 আবার আর এক জায়গায় ঈশ্বর বলেছেন: ‘তুমি তোমার পবিত্রতমকে ক্ষয় দেখতে দেবে না।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 এই জন্য তিনি অন্য গীতেও বলেছেন, “তুমি তোমার সাধু কে ক্ষয় দেখতে দেবে না।” অধ্যায় দেখুন |