প্রেরিত্ 10:46 - কিতাবুল মোকাদ্দস46 কেননা তাঁরা ওদেরকে নানা ভাষায় কথা বলতে ও আল্লাহ্র মহিমা ঘোষণা করতে শুনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ46 কারণ তাঁরা তাঁদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমাকীর্তন করতে শুনলেন। তখন পিতর বললেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 কারণ তাঁরা শুনতে পেলেন অ-ইহুদীরাও নিজেদের অজ্ঞাত ভাষায় কথা বলছে এবং ঈশ্বরের মাহাত্ম্য কীর্তন করছে। পিতর তখন ঘোষণা করলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 কেননা তাঁহারা উহাঁদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্ত্তন করিতে শুনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 কারণ তাঁরা ওদের নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের প্রশংসা করতে শুনলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 কারণ তারা তাদের নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করতে শুনলেন। তখন পিতর উত্তর করে বললেন, অধ্যায় দেখুন |