Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 7:7 - কিতাবুল মোকাদ্দস

7 শিমিয়োন-বংশের বারো হাজার; লেবি-বংশের বারো হাজার; ইষাখর-বংশের বারো হাজার;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 শিমিয়োন গোষ্ঠী থেকে 12,000 জন, লেবি গোষ্ঠী থেকে 12,000 জন, ইষাখর গোষ্ঠী থেকে 12,000 জন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শিমিয়োন গোষ্ঠীর বারো হাজারলেবি গোষ্ঠীর বারো হাজারইষাখর গোষ্ঠীর বারো হাজার

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 শিমিয়োন গোষ্ঠীর 12,000 লেবি গোষ্ঠীর 12,000 ইষাখর গোষ্ঠীর 12,000

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 শিমিয়োন বংশের বারো হাজার লোককে, লেবি-বংশের বারো হাজার লোককে, ইষাখর বংশের বারো হাজার লোককে,

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 7:7
14 ক্রস রেফারেন্স  

ইয়াকুবের বারো জন পুত্র। লেয়ার সন্তান; ইয়াকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ এবং শিমিয়োন, লেবি, এহুদা, ইষাখর ও সবূলূন।


শিমিয়োনীয়দের এসব গোষ্ঠীতে লোক ছিল বাইশ হাজার দুই শত।


পরে এহুদা-বংশ তাদের আপন ভাই শিমিয়োন-বংশকে বললো, তোমরা আমাদের অংশে আমাদের সঙ্গে এসো, আমরা কেনানীয়দের সঙ্গে যুদ্ধ করি; পরে আমরাও তোমাদের অংশে তোমাদের সঙ্গে যাব। তাতে শিমিয়োন-বংশ তাদের সঙ্গে গেল।


ইসরাইলীয় যে পুরুষ ঐ মাদিয়ানীয়া স্ত্রীর সঙ্গে নিহত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োন গোষ্ঠীর এক জন কুলপতি ছিল।


শিমিয়োন-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের ও নাম ও সংখ্যা লেখা হল।


খান্দাননামা অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বছর হয়েছিল।


শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।


তখন লেয়া বললেন, আমি স্বামীকে আমার বাঁদী দিয়েছিলাম, তার বেতন আল্লাহ্‌ আমাকে দিলেন; আর তিনি তার নাম ইষাখর্‌ (বেতন) রাখলেন।


আবার তিনি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করে বললেন, এবার আমার স্বামী আমাতে আসক্ত হবেন, কেননা আমি তাঁর জন্য তিনটি পুত্র প্রসব করেছি; অতএব তার নাম লেবি (আসক্ত) রাখা হল।


পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশের লোকদের নামে উঠলো।


আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োন-বংশের নামে উঠলো; তাদের অধিকার এহুদা-বংশের লোকদের অধিকারের মধ্যে হল।


সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে, নিজের গাধার বাচ্চা বাঁধবে উত্তম আঙ্গুর লতায়; সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।


আশের-বংশের বারো হাজার; নপ্তালি-বংশের বারো হাজার; মানশা-বংশের বারো হাজার;


সবূলূন-বংশের বারো হাজার; ইউসুফ-বংশের বারো হাজার; বিন্‌ইয়ামীন-বংশের বারো হাজার লোককে সীলমোহর করা হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন