Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 2:6 - কিতাবুল মোকাদ্দস

6 কিন্তু একটি গুণ তোমার আছে; আমি যে নীকলায়তীয়দের কাজ ঘৃণা করি, তা তুমিও ঘৃণা কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হল: তুমি নিকোলায়তীয়দের আচার-আচরণ ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু একটি গুণ তোমার আছে। নিকোলাস্‌-পন্থীদের যেসব কার্যকলাপ আমি ঘৃণা করি,ত তুমিও তা ঘৃণা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু এইটী তোমার আছে; আমি যে নীকলায়তীয়দের কার্য্য ঘৃণা করি, তাহা তুমিও ঘৃণা করিতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু একটি গুণ তোমার আছে, তুমি নীকলায়তীয়দের কাজ ঘৃণা কর, তাদের কাজ আমিও ঘৃণা করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কিন্তু তোমার একটা গুণ আছে; আমি যে নীকলায়তীয়রা যা করে তা তুমি ঘৃণা কর, আর আমিও তা ঘৃণা করি।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 2:6
7 ক্রস রেফারেন্স  

আমি কোন জঘন্য পদার্থ চোখের সামনে রাখবো না, আমি বিপথগামীদের কাজ ঘৃণা করি, তা আমাতে লিপ্ত হবে না।


আমি দুর্বৃত্তদের সমাজ ঘৃণা করি, দুষ্টদের সঙ্গে বসবো না।


আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বাদশাহ্‌ যিহোশাফটকে বললেন, দুর্জনের সাহায্য করা এবং মাবুদের বিদ্বেষীদেরকে মহব্বত করা কি আপনার উপযুক্ত? এজন্য মাবুদের গজব আপনার উপরে নেমে আসল।


যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, তাকে আমি আল্লাহ্‌র “পরমদেশস্থ জীবন-বৃক্ষের” ফল ভোজন করতে দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন