প্রকাশিত বাক্য 2:6 - কিতাবুল মোকাদ্দস6 কিন্তু একটি গুণ তোমার আছে; আমি যে নীকলায়তীয়দের কাজ ঘৃণা করি, তা তুমিও ঘৃণা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হল: তুমি নিকোলায়তীয়দের আচার-আচরণ ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 কিন্তু একটি গুণ তোমার আছে। নিকোলাস্-পন্থীদের যেসব কার্যকলাপ আমি ঘৃণা করি,ত তুমিও তা ঘৃণা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কিন্তু এইটী তোমার আছে; আমি যে নীকলায়তীয়দের কার্য্য ঘৃণা করি, তাহা তুমিও ঘৃণা করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 কিন্তু একটি গুণ তোমার আছে, তুমি নীকলায়তীয়দের কাজ ঘৃণা কর, তাদের কাজ আমিও ঘৃণা করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 কিন্তু তোমার একটা গুণ আছে; আমি যে নীকলায়তীয়রা যা করে তা তুমি ঘৃণা কর, আর আমিও তা ঘৃণা করি। অধ্যায় দেখুন |