প্রকাশিত বাক্য 18:11 - কিতাবুল মোকাদ্দস11 আর দুনিয়ার বণিকেরা তার জন্য কান্নাকাটি ও মাতম করছে; কারণ তাদের বাণিজ্য-দ্রব্য কেউ আর ক্রয় করে না; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 “পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে ও বিলাপ করবে, কারণ কেউই আর তাদের বাণিজ্যিক পণ্যসামগ্রী কিনবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 পৃথিবীর সওদাগরেরাও তার জন্য ক্রন্দন ও শোক করবে, কারণ তাদের পণ্যসম্ভার কেউ আর কিনবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিত্ত রোদন ও বিলাপ করিতেছে; কারণ তাহাদের বাণিজ্য-দ্রব্য কেহ আর ক্রয় করে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “আর পৃথিবীর ব্যবসায়ীরা তার (বাবিলের) জন্য কাঁদছে ও হাহাকার করছে, কারণ তাদের বাণিজ্য দ্রব্য আর কেউ কেনে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পৃথিবীর ব্যবসায়ীরাও তার জন্য কাঁদবে এবং দুঃখ করবে কারণ তাদের ব্যবসায়ের জিনিসপত্র আর কেউ কিনবে না; অধ্যায় দেখুন |