প্রকাশিত বাক্য 17:13 - কিতাবুল মোকাদ্দস13 তারা একমনা এবং নিজেদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দান করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 তাদের অভিপ্রায় একই, তাই তারা তাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দান করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তারপর তারা একমত হয়ে ঐ পসুকে তাদের 7মতা ও কর্তৃত্ব হসক্তান্তর করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহারা একমনা, এবং আপনাদের পরাক্রম ও কর্ত্তৃত্ব সেই পশুকে দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এই দশ রাজার উদ্দেশ্য এক, তারা নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ত্ব সেই পশুকে দেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এদের সবার মন এক এবং তাদের নিজেদের শক্তি ও কর্তৃত্ব সেই জন্তুটিকে দেবে। অধ্যায় দেখুন |