প্রকাশিত বাক্য 16:17 - কিতাবুল মোকাদ্দস17 পরে সপ্তম ফেরেশতা আসমানের উপরে তাঁর বাটি ঢাললেন, তাতে এবাদতখানার মধ্য থেকে, সিংহাসন থেকে, এই মহাবাণী বের হল, ‘হয়েছে’। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 সপ্তম স্বর্গদূত আকাশের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। তখন মন্দিরের ভিতরের সিংহাসন থেকে এক উচ্চধ্বনি শোনা গেল, যা বলছিল, “সমাপ্ত হল!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এর পরে সপ্তম দূত আকাশে তাঁর পাত্র উপুড় করলেন। তখন মন্দিরের মধ্যে সিংহাসন থেকে ঘোর রবে এই বাণী ঘোষিত হলঃ “সব কাজ শেষ–!” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে সপ্তম দূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে মন্দিরের মধ্য হইতে, সিংহাসন হইতে, এই মহাবাণী বাহির হইল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এরপর সপ্তম স্বর্গদূত আকাশের ওপর তাঁর বাটিটি ঢেলে দিলেন। তখন স্বর্গের মন্দিরের সেই সিংহাসন থেকে শোনা গেল এক পরম উদাত্ত কন্ঠস্বর, “সমাপ্ত হল!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে সপ্তম স্বর্গদূত আকাশের বাতাসের ওপরে নিজ বাটি ঢেলে দিলেন, তখন উপাসনা ঘরের সিংহাসন থেকে জোরে এই কথা গুলি বলা হলো, “এটা করা হয়েছে।” অধ্যায় দেখুন |