Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রকাশিত বাক্য 16:11 - কিতাবুল মোকাদ্দস

11 এবং নিজেদের যন্ত্রণা ও ক্ষতের জন্য বেহেশতের আল্লাহ্‌র নিন্দা করলো এবং তাদের খারাপ কাজ থেকে মন ফিরালো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তারা ক্ষতের জ্বালাযন্ত্রণার জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল; আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তাদের যন্ত্রণা ও ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, তবুও তারা নিজেদের মন্দ কাজ থেকে মন ফেরালো না।

অধ্যায় দেখুন কপি




প্রকাশিত বাক্য 16:11
20 ক্রস রেফারেন্স  

তখন ভীষণ তাপে মানুষের শরীর পুড়ে গেল হল এবং যিনি এসব আঘাতের উপরে কর্তৃত্ব করেন, সেই আল্লাহ্‌র নামের কুফরী করলো; তাঁর গৌরব করার জন্য মন ফিরাল না।


আর আসমান থেকে মানুষের উপরে বড় বড় শিলাবর্ষণ হল, তার এক একটি এক এক তালন্ত পরিমাণ; এই শিলাবৃষ্টিরূপ আঘাতের জন্য মানুষেরা আল্লাহ্‌র কুফরী করলো; কারণ সেই আঘাত ছিল ভীষণ ভয়ংকর।


পরে প্রথম ফেরেশতা গিয়ে দুনিয়ার উপরে তাঁর বাটিটি ঢাললেন, তাতে সেই পশুর চিহ্নবিশিষ্ট ও তার মূর্তির এবাদতকারী লোকদের শরীরে ব্যথাজনক দুষ্ট ক্ষত জন্মগ্রহণ করলো।


সেই দণ্ডে মহাভূমিকমপ হল, তাতে নগরের দশ ভাগের এক ভাগ ভেঙ্গে পড়ে গেল; সেই ভূমিকমেপ সাত হাজার মানুষ মারা গেল এবং অবশিষ্ট সকলে ভয় পেল ও বেহেশতের আল্লাহ্‌র গৌরব করলো।


আমি তাকে মন ফিরাবার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে নিজের জেনা থেকে মন ফিরাতে চায় না।


কিন্তু দুষ্ট লোকেরা ও প্রবঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মিয়ে ও নিজেরা ভ্রান্ত হয়ে কুপথ থেকে অধিকতর কুপথে অগ্রসর হবে।


তোমরা বেহেশতের আল্লাহ্‌র শুকরিয়া কর; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।


বেহেশতের আল্লাহ্‌ যা হুকুম করেন, তা বেহেশতের আল্লাহ্‌র গৃহের জন্য গভীর আগ্রহের সঙ্গে করা হোক, বাদশাহ্‌র এবং তাঁর পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্তাবে?


যেন তারা বেহেশতের আল্লাহ্‌র উদ্দেশে খোশবুযুক্ত উপহার কোরবানী করে এবং বাদশাহ্‌ ও তাঁর পুত্রদের জীবন প্রার্থনা করে।


বেহেশতের আল্লাহ্‌ মাবুদ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি এহুদা দেশস্থ জেরুশালেমে তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করার ভার আমাকে দিয়েছেন।


আর সেই বাদশাহ্‌দের সময়ে বেহেশতের আল্লাহ্‌ একটি রাজ্য স্থাপন করবেন, তা কখনও বিনষ্ট হবে না এবং সেই রাজত্ব অন্য জাতির হাতে তুলে দেওয়া হবে না; তা ঐ সমস্ত রাজ্যগুলোকে চুরমার করে বিনষ্ট করে নিজে চিরস্থায়ী হবে।


তখন বাদশাহ্‌ আমাকে বললেন, তুমি কি ভিক্ষা চাও? তাতে আমি বেহেশতের আল্লাহ্‌র কাছে মুনাজাত করলাম।


এই কথা শুনে আমি কিছুদিন বসে কান্নাকাটি ও শোক করলাম এবং বেহেশতের আল্লাহ্‌র সাক্ষাতে রোজা ও মুনাজাত করলাম।


আর আমি, বাদশাহ্‌ আর্টা-জারেক্স, আমি নদীপারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে হুকুম করছি, বেহেশতের আল্লাহ্‌র শরীয়তের অধ্যাপক উযায়ের ইমাম তোমাদের কাছে যা যা চাইবেন, সেসব যেন সযত্নে দেওয়া হয়,


তার অনুলিপি এই, “রাজাধিরাজ আর্টা-জারেক্সের কাছ থেকে উযায়ের ইমাম সমীপে, যিনি বেহেশতের আল্লাহ্‌র শরীয়তের অধ্যাপক, সিদ্ধ, ইত্যাদি।


পারস্যের বাদশাহ্‌ কাইরাস এই কথা বলেন, বেহেশতের আল্লাহ্‌ মাবুদ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি এহুদা দেশস্থ জেরুশালেমে তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করার ভার আমাকে দিয়েছেন। তোমাদের মধ্যে, তাঁর সমস্ত লোকের মধ্যে, যে কেউ হোক, তার আল্লাহ্‌ মাবুদ তার সহবর্তী হোন, সে সেখানে যাক।


তিনি তাদেরকে বললেন, আমি এক জন ইবরানী; আমি মাবুদকে ভয় করি, তিনি বেহেশতের আল্লাহ্‌, তিনি সমুদ্র ও স্থল নির্মাণ করেছেন।


আর এই কষ্টের সময়ে বাদশাহ্‌ আহস মাবুদের বিরুদ্ধে আরও বিশ্বাস ভঙ্গ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন