প্রকাশিত বাক্য 15:6 - কিতাবুল মোকাদ্দস6 তাতে ঐ সাতটি আঘাতের মালিক সাত জন ফেরেশতা এবাদতখানা থেকে বাইরে আসলেন, তাঁরা বিমল ও উজ্জ্বল মসীনার কাপড় পরা এবং তাঁদের বক্ষঃস্থলে সোনার পটুকা বাঁধা। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 সেই মন্দির থেকে সাতটি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন সাতজন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বুকে ঘিরে ছিল সোনার উত্তরীয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সপ্ত মারী নিয়ে সেই সাতজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন। তাঁদের পরণে ছিল বিশুদ্ধ উ্জ্বল ক্ষৌমবসন। স্বর্ণ উত্তরীয় বেষ্টিত ছিল তাঁদের বক্ষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহাতে ঐ সপ্ত আঘাতের কর্ত্তা সপ্ত দূত মন্দির হইতে বাহিরে আসিলেন, তাঁহারা বিমল ও উজ্জ্বল মসীনা-বস্ত্র পরিহিত, এবং তাঁহাদের বক্ষঃস্থলে সুবর্ণ পটুকা বদ্ধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সেই সাতজন স্বর্গদূত যাঁদের ওপর শেষ সাতটি হানবার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাঁরা সেই মন্দির থেকে বাইরে এলেন। তাঁরা শুচি শুভ্র মসীনার পোশাক পরিহিত, তাঁদের বুকে সোনার ফিতে বাঁধা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তারপর সেই সাতজন স্বর্গদূত সাতটি আঘাত নিয়ে ওই উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন, তাঁদের পরনে ছিল পরিষ্কার ও উজ্জ্বল ঝক ঝকে বস্ত্র এবং তাঁদের বুকে সোনার বেল্ট ছিল। অধ্যায় দেখুন |