পরমগীত 8:8 - কিতাবুল মোকাদ্দস8 ‘আমাদের একটি ছোট বোন আছে, তার কুচযুগ নেই; আমরা নিজের বোনের জন্য সেদিন কি করবো, যে দিনে তার বিষয়ে প্রস্তাব হবে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 আমাদের একটি অল্পবয়সি বোন আছে, তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি। আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি, কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আমাদের ছোট্ট একটি বোন আছে যৌবন তার আসে নি এখনও কোন নবীন যুবক যদি আসে তার কাছে প্রেম নিবেদন মানসে, বল, কি করব আমরাএ তার জন্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ‘আমাদের একটী ছোট ভগিনী আছে, তাহার কুচযুগ নাই; আমরা নিজ ভগিনীর জন্য সে দিন কি করিব, যে দিনে তাহার বিষয়ে প্রস্তাব হইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আমাদের একটি ছোট ভগিনী আছে। এখনও তার স্তন উদ্ভিন্ন হয় নি। যদি কোন ব্যক্তি তাকে বিবাহ করতে চায় তখন আমাদের ভগিনীর জন্য আমরা কি করবো? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আমাদের একটি ছোট বোন আছে এবং তার বুক দুটি এখনও বড় হয়নি। সেদিন আমরা কি করব যেদিন তার বিয়ের কথাবার্তা ঠিক হবে? অধ্যায় দেখুন |