পরমগীত 8:1 - কিতাবুল মোকাদ্দস1 আহা, তুমি যদি আমার ভাইয়ের মত হতে, যে আমার মাতার স্তন্য পান করতো, তবে আমি তোমাকে সড়কে পেলে চুম্বন করতাম, তবুও কেউ আমাকে তুচ্ছ করতো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে আমার সহোদর ভাইয়ের মতো! তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে, আমি তোমাকে চুম্বন করতাম, তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তুমি যদি মোর সহোদর হতে, লালিত হতে যদি মোর জননীর স্তন সুধায়, তবে পথের মাঝে তোমায় চুম্বন করলেও মনে করত না কেউ কিছুই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে, যে আমার মাতার স্তন্য পান করিত, তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 যদি তুমি আমার ভাইয়ের মত হতে, যে আমার মায়ের স্তন্য পান করেছে, তাহলে আমি যদি তোমাকে বাইরে দেখতে পেতাম, আমি তোমাকে চুম্বন করতাম এবং তখন কেউই কিন্তু আমাকে ঘৃণা করত না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আমার মনের ইচ্ছা এই যে, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি যখন তোমাকে বাইরে দেখতাম, আমি তোমাকে চুম্বন করতে পারতাম এবং কেউ আমাকে কিছু বলতে পারত না; অধ্যায় দেখুন |