Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 7:1 - কিতাবুল মোকাদ্দস

1 অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাচ্ছে! তোমার গোলাকার ঊরুদ্বয় সোনার হারস্বরূপ। নিপুণ শিল্পীর হাতে তৈরি সোনার হারস্বরূপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত তোমার দুটি চরণ কী মনোহর! তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ, যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 কী অপরূপা রূপকন্যা তুমি! পাদুকাশোভিত পদপল্লব তব অপরূপ রূপময়। সুঠাম জঘন য়েন শিল্পীর কারুকার্য,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে! তোমার গোলাকার ঊরুদ্বয় স্বর্ণহারস্বরূপ। নিপুণ শিল্পীর হস্ত নির্ম্মিত স্বর্ণহারস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 রাজকন্যে, তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর! তোমার বক্র রেখায়িত দুটি ঊরু শিল্পীর তৈরী অলঙ্কারের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হে রাজকন্যা, জুতোর মধ্যে তোমার পা দুইটি দেখতে কত সুন্দর! তোমার দুইটি উরুর গঠন গয়নার মত, তা যেন দক্ষ কারিগরের হাতের কাজ।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 7:1
13 ক্রস রেফারেন্স  

শাহ্‌জাদী অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা; তাঁর পোশাক সোনার সুতায় বোনা রয়েছে।


কিন্তু সেই মাথাকে শক্ত করে ধরে রাখে না, যে মাথার পরিচালনায় সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংযুক্ত হয়ে আল্লাহ্‌র ইচ্ছাক্রমে বৃদ্ধি পাচ্ছে।


কেবল, মসীহের ইঞ্জিলের যোগ্যরূপে তাঁর লোকদের মত জীবন-যাপন কর; আমি এসে তোমাদের দেখি বা অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক রূহে স্থির আছ, এক প্রাণে ইঞ্জিলের ঈমানের পক্ষে মল্লযুদ্ধ করছো;


এবং শান্তির ইঞ্জিল তবলিগের জন্য পায়ে জুতা পরে দাঁড়িয়ে থাক;


এবং তোমাদের পিতা হব, ও তোমরা আমার পুত্র কন্যা হবে, এই কথা সর্বশক্তিমান প্রভু বলেন।”


কিন্তু পিতা তার গোলামদেরকে বললেন, শীঘ্র করে সর্বপেক্ষা উত্তম কোর্তাটি আন, আর একে পরিয়ে দাও। এর হাতে আংটি দাও ও পায়ে জুতা পরাও;


সেই মূর্তির বৃত্তান্ত এই; তার মাথাটি সোনার, তার বুক ও বাহু রূপার; তার উদর ও ঊরুদেশ ব্রোঞ্জের;


তিনি খোদাই ও শিল্পকর্ম করতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা দিয়ে সূচিকর্ম করতে ও তাঁতের কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্পকর্ম ও চিত্রকর্ম করতে তাঁদের অন্তর বিজ্ঞতায় পরিপূর্ণ করলেন।


শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে।


তুমি তাদের উলঙ্গতার আচ্ছাদন করার জন্য কোমর থেকে ঊরু পর্যন্ত মসী নার জাঙ্গিয়া প্রস্তুত করবে।


তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত, যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই। তোমার কোমর এমন গমের আঁটির মত, যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত।


তারপর ইয়াকুব তাঁর আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই ইসের কাছে দূত পাঠালেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন