পরমগীত 6:4 - কিতাবুল মোকাদ্দস4 অয়ি মম প্রিয়ে! তুমি তির্সা শহরের মত সুন্দরী, জেরুশালেমের মত রূপবতী, নিশান সহ বাহিনীর মত ভয়ঙ্করী। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী, জেরুশালেমের মতো লাবণ্যময়, পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রেয়সী, আমার, ওগো প্রিয়তমা, অপরূপা তুমি তিলোত্তমা। শুচিস্নিগ্ধ, সৌম সুন্দর তোমার রূপের মাধুরী, অসামান্য তুমি রাজ বৈভবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 অয়ি মম প্রিয়ে! তুমি তির্সার ন্যায় সুন্দরী, যিরূশালেমের ন্যায় রূপবতী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর, জেরুশালেমের মত মনোরম, দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 প্রিয় আমার, তুমি তির্সার মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ। অধ্যায় দেখুন |