পরমগীত 5:8 - কিতাবুল মোকাদ্দস8 অয়ি! জেরুশালেমের কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা। ---- অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে, কী বলবে তাঁকে? বলবে যে, তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ওগো, তোমরা দেখা যদি পাও মোর দয়িতের বলো তারে, আমি তার বিরহে ব্যাকুল বিধুর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁহাকে বলিও যে, আমি প্রেমপীড়িতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায় কাতর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের বলছি, যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও, তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে, আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি। অধ্যায় দেখুন |