Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 5:13 - কিতাবুল মোকাদ্দস

13 তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত, তরল গন্ধরস ক্ষরণকারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত। তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির চৌকা ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁহার ওষ্ঠাধর শোশন পুষ্পের ন্যায়, দ্রব গন্ধরস ক্ষরণকারী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়। পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 5:13
16 ক্রস রেফারেন্স  

তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে, হার তোমার গলায় শোভা পাচ্ছে।


আমার প্রিয়তম তার উপবনে সুগন্ধি ওষধির বাগানে গেছেন, উপবনে পাল চরাবার জন্য ও লিলি ফুল তুলবার জন্য।


আমি শারোণের গোলাপ, উপত্যকার লিলি ফুল। ----


সেই নগরে আলো দেবার জন্য সূর্য বা চন্দ্রের কোন প্রয়োজন নেই; কারণ আল্লাহ্‌র মহিমা তা আলোকময় করে এবং মেষশাবক তার প্রদীপস্বরূপ।


তাতে সকলে তাঁর বিষয়ে সাক্ষ্য দিল ও তাঁর মুখ থেকে বের হওয়া সুন্দর সুন্দর কথায় আশ্চর্য হল; আর বললো, এ কি ইউসুফের পুত্র নয়?


আমি প্রহারকদের প্রতি আমার পিঠ, যারা দাড়ি উপড়িয়েছে, তাদের প্রতি আমার গাল পেতে দিলাম, অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।


আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম; তখন গন্ধরসে আমার হাত ভিজল, আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল, অর্গলের হাতলের উপরে।


বধূ! তোমার ওষ্ঠাধর থেকে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে, তোমার জিহ্বার তলে মধু ও দুধ আছে; তোমার পোশাকের গন্ধ লেবাননের গন্ধের মত।


গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে, বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে, ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?


সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে, হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।


তুমি মানুষের চেয়ে পরম সুন্দর; তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে; এজন্য আল্লাহ্‌ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।


মাবুদের কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করেছি, আমি তারই খোঁজ করবো, যেন জীবনের সমুদয় দিন মাবুদের গৃহে বাস করি, মাবুদের সৌন্দর্য দেখবার জন্য, ও তাঁর বায়তুল মোকাদ্দসে খোঁজ করার জন্য।


আল্লাহ্‌ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়; যেন আমি বুঝতে পারি, তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন, আমার কান সজাগ করেন, যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।


হে বীর, তোমার তলোয়ার কোমরে বাঁধ, তোমার গৌরব ও মহিমা গ্রহণ কর।


হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হ্যাঁ, তুমি মনোহর, আর আমাদের পালঙ্ক সবুজ রংয়ের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন