Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 4:13 - কিতাবুল মোকাদ্দস

13 তোমার চারাগুলো ডালিমের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সঙ্গে মেঁহেদি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 তোমার চারাগাছগুলি ডালিমের উপবন, যেখানে আছে উৎকৃষ্ট ফল, আছে মেহেদি ও জটামাংসী

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তোমার রূপমাধুরী যেন আনারকলির নন্দনবন আনারের অতুল সম্ভারে ছন্দময়ী। সুরভিত হেনা, জাফরাণ আর

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তোমার চারাগুলি দাড়িম্বের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁদি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তোমার ডালপালাগুলি সুদৃশ্য ডালিম এবং রসে ভরা হেন্না উদ্যানের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেন্দী আর সুগন্ধি লতা।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 4:13
18 ক্রস রেফারেন্স  

আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত, যা ঐন্‌-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে। ----


আমি উপত্যকার নবীন গাছ দেখতে, আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে, দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে, বাদাম গাছের উপবনে নেমে গেলাম।


আমি নিজের জন্য অনেক বাগান ও উপবন করে তার মধ্যে সমস্ত রকম ফলের গাছ রোপণ করলাম;


যখন বাদশাহ্‌ সভায় বসলেন, আমার জটামাংসীর সৌরভ ছড়াতে লাগল।


যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও, যা ঈসা মসীহের মধ্য দিয়ে পাওয়া যায়, এভাবে যেন আল্লাহ্‌র গৌরব ও প্রশংসা হয়।


তখন মরিয়ম আধা সের বহুমূল্য জটামাংসীর আতর এনে ঈসার পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছে দিলেন; তাতে আতরের সুগন্ধে বাড়ি পরিপূর্ণ হল।


ঈসা যখন বৈথনিয়াতে কুষ্ঠ রোগী শিমোনের বাড়িতে ছিলেন, তখন তিনি ভোজনে বসলে এক জন স্ত্রীলোক শ্বেত পাথরের পাত্রে বহুমূল্য খাঁটি জটামাংসীর তেল নিয়ে আসল। সে পাত্রটি ভেঙ্গে তাঁর মাথায় তেল ঢেলে দিল।


বস্তুত ভূমি যেমন তার অঙ্কুর বের করে, বাগান যেমন নিজের মধ্যে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি আল্লাহ্‌ মালিক সমস্ত জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।


আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ, যেন আমার মহিমা প্রকাশিত হয়।


আমি তোমাকে পথ দেখাতাম, আমার মাতার বাড়িতে নিয়ে যেতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করতে, আমি তোমাকে সুগন্ধ মিশানো আঙ্গুর-রস পান করাতাম, আমার ডালিমের মিষ্ট রস পান করাতাম।


আমার প্রিয়তম তার উপবনে সুগন্ধি ওষধির বাগানে গেছেন, উপবনে পাল চরাবার জন্য ও লিলি ফুল তুলবার জন্য।


জটামাংসী ও জাফরান, বচ, দারুচিনি ও সমস্ত রকম সুগন্ধি ধূপের গাছ, গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।


তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে, তারা সরস ও তেজস্বী হবে;


যেমন বনের গাছপালার মধ্যে আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁর ছায়াতে বসলাম, তাঁর ফল আমার মুখে সুস্বাদু লাগল।


হে উত্তরীয় বায়ু, জাগ, হে দখিনা বায়ু, এসো, আমার উপবনে উপর দিয়ে বয়ে যাও; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক, আমার প্রিয় তার বাগানে আসুন, নিজের উপাদেয় ফলগুলো আহার করুন। ----


তারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই নিজ নিজ পথে অগ্রসর হয় এবং তলোয়ারের উপরে পড়লেও আহত হয় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন