পরমগীত 4:1 - কিতাবুল মোকাদ্দস1 অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কবুতরের মত; তোমার কেশপাশ এমন ছাগল পালের মত, যারা গিলিয়দ-পর্বতের পাশে শুয়ে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 প্রিয়তমা আমার, অপূর্ব সুন্দরী তুমি! আহা, কী অপরূপ তুমি! তোমার ঘোমটার আড়ালে তোমার দুটি চোখ কপোতের মতো। তোমার কেশরাশি একপাল ছাগলের মতো, যারা গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রেয়সী আমার, অপরূপা তুমি। নয়ন দুখানি তব প্রেমিক কপোত যেন অবগুন্ঠন তলে–— তব কৃষ্ণ কেশদাম যেন বরষার মেঘ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দ-পর্ব্বতের পার্শ্বে শুইয়া থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রিয়তমা আমার, তুমি অনন্যা! সত্যি, তুমি সুন্দরী! ঘোমটার অন্তরালে তোমার চোখ দুটি যেন কপোতী। তোমার চুল গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা মেষের পালের মতই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল। অধ্যায় দেখুন |