পরমগীত 3:10 - কিতাবুল মোকাদ্দস10 তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন, সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন, এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগ খচিত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 তিনি এর স্তম্ভগুলি রুপো দিয়ে, আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন, এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত, এর অন্দরসজ্জায় জেরুশালেমের কন্যাদের প্রীতিপূর্ণ কারুকাজ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দণ্ডগুলি তার রূপো দিয়ে মোড়া, সোনার কারুকার্যে খচিত তার চন্দ্রাতপ, রক্তিম মখমলে ঢাকা আসনখানি তার, ভালবাসা মাখানো হাতে করেছে রচনা জেরুশালেমের কামিনীফুল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্ম্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন, এবং যিরূশালেমের কন্যাগণ কর্ত্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এর স্তম্ভগুলি রূপোর তৈরী। ভিত্তিটি সোনা দিয়ে তৈরী। এর আসনখানি বেগুনী রঙের কাপড়ে ঢাকা। ঐ আসনখানি জেরুশালেমের নারীদের ভালোবাসার দ্বারা খচিত ও অলংকৃত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা সোনার তৈরী ছিল এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের; যিরূশালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে। অধ্যায় দেখুন |