Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 1:14 - কিতাবুল মোকাদ্দস

14 আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত, যা ঐন্‌-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে। ----

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 প্রেমিক আমার এনগেদির দ্রাক্ষাকুঞ্জবনে ফুটে থাকা হেনাপুষ্পের সুরভির মত পরম সুন্দর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আমার প্রিয় আমার কাছে মেঁদির পুষ্পগুচ্ছবৎ, যাহা ঐন্‌-গদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 আমার প্রিয়তম আমার কাছে, ঐন্-গদীয় দ্রাক্ষা ক্ষেতের মেহেন্দি ফুলের মত সুন্দর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আমার প্রিয় আমার কাছে এক গোছা মেহেন্দী ফুলের মত, যা ঐন্‌গদীর আঙ্গুর ক্ষেতে জন্মায়।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 1:14
6 ক্রস রেফারেন্স  

যেমন বনের গাছপালার মধ্যে আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁর ছায়াতে বসলাম, তাঁর ফল আমার মুখে সুস্বাদু লাগল।


আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত, যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।


পরে দাউদ সেখান থেকে উঠে গিয়ে ঐন্‌-গদীস্থ নানা সুরক্ষিত স্থানে বাস করলেন।


নিবশ্‌ন, লবণ-নগর ও ঐন্‌-গদী; স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন