নহূম 3:18 - কিতাবুল মোকাদ্দস18 হে আশেরিয়ার বাদশাহ্, তোমার পালরক্ষকেরা ঘুমিয়ে পড়েছে, তোমার কুলীনেরা বিশ্রাম করছে, তোমার লোকেরা পর্বতমালার উপরে ছিন্নভিন্ন রয়েছে, তাদেরকে সংগ্রহ করার কেউ নেই; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়েছে; তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে। তোমার প্রজারা পর্বতমালায় ছিন্নভিন্ন হয়ে আছে ও তাদের একত্রিত করার কেউ নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 হে আসিরীয়পতি! তোমার রাজ্যপালেরা মারা গেছে, তোমার আমলারা চিরনিদ্রায় আচ্ছন্ন, তোমার প্রজারা পাহাড়ে পর্বতে ছড়িয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনার কেউ নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 অশূরের রাজা, তোমার মেষপালকরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। সেইসব শক্তিশালী লোকরা ঘুমোচ্ছে এবং এখন তোমার মেষের দল (লোকরা) পর্বতের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদের ফিরিয়ে আনার জন্য কোন লোকই নেই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 হে অশূরের রাজা, তোমার মেষপালকেরা ঘুমাচ্ছে, তোমার নেতারা বিশ্রাম করছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের একত্র করবার কেউ নেই। অধ্যায় দেখুন |