নহূম 2:8 - কিতাবুল মোকাদ্দস8 দাঁড়াও, দাঁড়াও বললেও কেউ মুখ ফিরায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 নীনবী এমন এক পুকুরের মতো যার জল শুকিয়ে যাচ্ছে। “দাঁড়াও! দাড়াও!” তারা চিৎকার করে, কিন্তু কেউই পিছু ফেরে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 নীনবী যেন একটি জলাধার সেখান থেকে জলস্রোতের মত লোক পালাচ্ছে। সেখানে ধ্বনি উঠছে: স্থির হও, স্থির হও। কিন্তু কে কার কথা শোনে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কিন্তু সকলে পলায়ন করিতেছে; দাঁড়াও, দাঁড়াও, [বলিলেও] কেহ মুখ ফিরায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 নীনবীর অবস্থা জলাশয়ের মত, যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে। জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে যেও না!” কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 নীনবী জলে পূর্ণ পুকুরের মত, সকলে জলের স্রোতের মত পালিয়ে যাচ্ছে, অন্যরা চিত্কার করছে, থামো, থামো বললেও কেউ ফিরে তাকাচ্ছে না। অধ্যায় দেখুন |