Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 1:5 - কিতাবুল মোকাদ্দস

5 তাঁর ভয়ে পর্বতমালা কাঁপে, উপপর্বতগুলো গলে যায় এবং তাঁর সম্মুখ থেকে দুনিয়া, দুনিয়া ও সেখানকার অধিবাসী সকলে কেঁপে ওঠে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 তাঁর সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী কম্পিত হয়, জগৎ এবং সব জগৎবাসীও হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাঁহার ভয়ে পর্ব্বতগণ কাঁপে, উপপর্ব্বতগণ গলিয়া যায়, এবং তাঁহার সম্মুখ হইতে পৃথিবী, জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু আসবেন, আর পর্বতগুলি ভয়ে আন্দোলিত হবে এবং উপপর্বতগুলি গলে যাবে। প্রভু আসবেন এবং পৃথিবী ভয়ে কাঁপবে। পৃথিবী এবং পৃথিবীস্থ প্রত্যেকটি লোক ভয়ে কাঁপবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পর্বতগুলো তাঁর উপস্থিতিতে কাঁপে এবং পাহাড়গুলি গলে যায়। পৃথিবী তাঁর সামনে ভেঙে পড়ে, প্রকৃতভাবেই, সমস্ত পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সবাই।

অধ্যায় দেখুন কপি




নহূম 1:5
34 ক্রস রেফারেন্স  

তাঁর নিচে পর্বতমালা গলে যাবে, উপত্যকাগুলো বিদীর্ণ হবে, যেমন আগুনের উত্তাপে মোম গলে যায়, যেমন গড়ান স্থানে পানি ঝরে পড়ে।


আমি পর্বতমালার প্রতি দৃষ্টিপাত করলাম, আর দেখ, সেসব কাঁপছে ও উপপর্বতগুলো টলটলায়মান হচ্ছে।


তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল, আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল, ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।


পর্বতমালা তোমাকে দেখে কেঁপে উঠলো, প্রচণ্ড জলরাশি বয়ে গেল, গহ্বর তার আওয়াজ উঁচুতে তুললো, তার ঢেউগুলো উপরে তুলল।


তখন দুনিয়া কেঁপে উঠলো, আসমান বৃষ্টি ঢেলে দিল; আল্লাহ্‌র সাক্ষাতে, ঐ সিনাই আল্লাহ্‌র সাক্ষাতে, আল্লাহ্‌র সাক্ষাতে, ইসরাইলের আল্লাহ্‌র সাক্ষাতে।


মাবুদের সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠল, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে ঐ সিনাই কেঁপে উঠল।


পর্বতমালা, তোমরা কেন লাফ দিলে ভেড়ার মত? উপপর্বতগুলো, তোমরা কেন লাফ দিলে ভেড়ার বাচ্চার মত?


পর্বতমালা লাফ দিল ভেড়ার মত, উপপর্বতগুলো লাফ দিল ভেড়ার বাচ্চার মত।


সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক, দুনিয়া ও দুনিয়াবাসীরাও করুক;


জাতিরা গর্জন করলো, সমস্ত রাজ্য বিচলিত হল; তিনি গর্জন করলেন, দুনিয়া গলে গেল।


তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল; কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন, আর ভাটির ধোঁয়া মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগল।


পরে আমি একটি বড় সাদা রংয়ের সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন, তাঁকে দেখতে পেলাম; তাঁর সম্মুখ থেকে আসমান ও জমিন পালিয়ে গেল; তাদের জন্য আর স্থান পাওয়া গেল না।


আর দেখ, মহা-ভূমিকমপ হল; কেননা প্রভুর এক জন ফেরেশতা বেহেশত থেকে নেমে এসে সেই পাথরখানি সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।


আর দেখ, বায়তুল-মোকাদ্দসের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দু’ভাগ হয়ে গেল, ভূমিকমপ হল ও শৈলগুলো বিদীর্ণ হল,


আর আসমান গুটানো পুস্তকের মত অপসারিত হল এবং সমস্ত পর্বত ও সমস্ত দ্বীপ স্থানচ্যুত হল।


তখন দুনিয়া টলতে লাগল, কাঁপতে লাগল, পর্বতরাজির সমস্ত মূল বিচলিত হল ও টলতে লাগল, কারণ তিনি জ্বলে উঠলেন।


এই কারণে নিজের লোকদের বিরুদ্ধে মাবুদের ক্রোধে জ্বলে উঠেছেন, তিনি তাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে আছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই উপপর্বতগুলো কেঁপে উঠলো ও ওদের লাশ সড়কের মধ্যে জঞ্জালের মত পড়ে রইলো। এতেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু এখনও তিনি তাঁর হাত বাড়িয়েই রেখেছেন।


দেখ, মাবুদ দুনিয়াকে শূন্য করছেন, উৎসন্ন করছেন, উল্টিয়ে ফেলছেন ও তার নিবাসীদের ছড়িয়ে দিয়েছেন।


দুনিয়া মাতালের মত টলটলায়মান হবে, কুঁড়ে ঘরের মত দুলবে; তার অধমের্র ভারে ভারগ্রস্ত হয়ে পড়ে যাবে, আর উঠতে পারবে না।


তাদের সম্মুখে দুনিয়া কাঁপে, আকাশমণ্ডল কমপমান হয়, চন্দ্র ও সূর্য অন্ধকারময় হয়, নক্ষত্রগুলো নিজ নিজ আলো দেওয়া বন্ধ করে দেয়।


হে বিশাল পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হবে এবং ‘রহমত, রহমত হোক, এর প্রতি,’ এই হর্ষধ্বনির সঙ্গে সে মস্তকস্বরূপ পাথরখানি বের করে আনবে।


কারণ দেখ, সেদিন আসছে, তা হাপরের মত জ্বলবে এবং দাম্ভিক ও দুর্বৃত্তরা সকলে খড়ের মত হবে; আর সেই যেদিন আসছে, তা তাদেরকে পুড়িয়ে ফেলবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; সে দিন তাদের মূল বা শাখা কিছুই অবশিষ্ট রাখবে না।


তিনি পর্বতমালাকে স্থানান্তর করেন, তারা তা জানে না, তিনি ক্রোধে তাদেরকে উল্টিয়ে ফেলেন।


আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে, তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।


তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল, তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো; তাঁর কাছ থেকে বেরিয়ে আসল প্রজ্বলিত অঙ্গার।


তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে; তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।


কিন্তু মাবুদ সত্য আল্লাহ্‌; তিনিই জীবন্ত আল্লাহ্‌ ও অনন্তকালস্থায়ী বাদশাহ্‌; তাঁর ক্রোধে দুনিয়া কেঁপে ওঠে এবং তাঁর কোপ জাতিরা সইতে পারে না।


তাতে সমুদ্রের মাছ, আসমানের পাখি, বনের পশু, ভূচর সরীসৃপ এবং ভূতলস্থ সমস্ত মানুষ আমার সাক্ষাতে ভয়ে কাঁপবে, পর্বতগুলো উৎপাটিত হবে, শৈলের চূড়াগুলো পড়ে যাবে এবং সমস্ত প্রাচীর ভূমিসাৎ হবে।


প্রভু, বাহিনীগণের মাবুদ, তিনিই দেশকে স্পর্শ করলে তা গলে যায় ও দেশ-নিবাসী সকলে শোকান্বিত হয়; এবং সমুদয় দেশ নীল নদীর মত স্ফীত হয়ে উঠবে, মিসরীয় নদীর মত নেমে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন