Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 8:7 - কিতাবুল মোকাদ্দস

7 আর যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথর, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন, পলায়ও লেবীয়েরা লোকদেরকে শরীয়ত-কিতাবের অর্থ বুঝিয়ে দিল; আর লোকেরা স্ব স্ব স্থানে দাঁড়িয়ে রইলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কূব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরিয়, যোষাবদ, হানন, পলায়—এই লেবীয়েরা সেই দাঁড়িয়ে থাকা লোকদের বিধানপুস্তকের মানে বুঝিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয় হোদিয়, মাসেয়, কলীট, অসরিয়, যোষাবদ, হানন, পলায় নামে লেবীয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে বিধানের অর্থ ব্যাখ্যা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন, পলায় ও লেবীয়েরা লোকদিগকে ব্যবস্থা-পুস্তকের অর্থ বুঝাইয়া দিল; আর লোকেরা স্ব স্ব স্থানে দাঁড়াইয়া রহিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7-8 ঐসব লেবীয়রা ছিলেন যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন এবং পলায়। তাঁরা বিধিপুস্তকটি থেকে পাঠ করলেন এবং সহজ ভাষায় সেটি লোকদের বুঝিয়ে দিলেন যাতে যা পড়া হল তারা তার অর্থ বুঝতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন ও পলায় এই সব লেবীয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে ব্যবস্থা বইয়ের বিষয় বুঝিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 8:7
27 ক্রস রেফারেন্স  

আর যেশূয় ও বানি, কদ্‌মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কেনানী, এরা লেবীয়দের সোপানে দাঁড়িয়ে তাদের আল্লাহ্‌ মাবুদের কাছে চিৎকার করে কান্নাকাটি করলো।


এবং মাবুদ মূসার দ্বারা বনি-ইসরাইলকে যেসব বিধি দিয়েছেন, তা তাদেরকে শিক্ষা দিতে পারবে।


তারপর বিন্‌ইয়ামীন ও হশূব নিজ নিজ বাড়ির সম্মুখে মেরামত করলো। তারপর অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় তার বাড়ির পাশে মেরামত করলো।


বস্তুত ইমামের মুখ জ্ঞান রক্ষা করে ও তার মুখে লোকেরা শরীয়তের খোঁজ করে; কেননা সে বাহিনীগণের মাবুদের দূত।


এবং অসরিয়, উযায়ের ও মশুল্লম,


আর দ্বারপালেরা অক্কুব, টল্‌মোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা ছিল, এক শত বাহাত্তর জন।


আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ হাতে আল্লাহ্‌র গৃহের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।


হোদিয়, হশুম, বেৎসয়,


সরায়, অসরিয়, ইয়ারমিয়া,


বস্তুত অধ্যাপক উযায়ের ঐ কাজের জন্য নির্মিত একটি কাঠের মঞ্চের উপরে দাঁড়ালেন এবং তাঁর দক্ষিণ পাশে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয় এবং তাঁর বাম পাশে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, জাকারিয়া ও মশুল্লম দাঁড়ালো।


তার কাছে মিস্পার নেতা— যেশূরের পুত্র— এসর প্রাচীরের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করলো।


তার কাছে লেবীয়েরা, বিশেষত বানির পুত্র রহূম মেরামত করলো। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের নেতা হসবীয় তার ভাগ মেরামত করলো।


আমাদের উপরে আমাদের আল্লাহ্‌র মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইসরাইলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রাচীন, আর শেরেবিয় এবং তার পুত্র ও ভাইয়েরা আঠার জনকে,


আর যেসব লেবীয় মাবুদের সেবাকর্মে সুদক্ষ ছিল, তাদেরকে হিষ্কিয় উৎসাহবর্ধক কথা বললেন; এভাবে তারা ঈদের সাত দিন পর্যন্ত মঙ্গল-কোরবানী করে ভোজন করলো এবং তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের শুকরিয়া করলো।


তারা ইয়াকুবকে তোমার অনুশাসন, ইসরাইলকে তোমার শরীয়ত শিক্ষা দেবে; তারা তোমার সম্মুখে ধূপ রাখবে। তোমার কোরবানগাহ্‌র উপরে পূর্ণাহুতি রাখবে।


আর যে লেবীয়েরা সমস্ত ইসরাইলের শিক্ষক ও মাবুদের উদ্দেশে পবিত্র ছিল, তাদেরকে তিনি বললেন, ইসরাইলের বাদশাহ্‌ দাউদের পুত্র সোলায়মান যে গৃহ নির্মাণ করেছেন, তাদের মধ্যে তোমরা পবিত্র সিন্দুকটি রাখ; তার ভার আর তোমাদের কাঁধে থাকবে না; এখন তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদ ও তাঁর লোক ইসরাইলের সেবা কর।


পরে উযায়ের মহান আল্লাহ্‌ মাবুদের প্রশংসা করলেন। আর সমস্ত লোক হাত তুলে জবাবে বললো, আমিন, আমিন এবং উবুড় হয়ে ভূমিতে মুখ দিয়ে মাবুদের কাছে সেজ্‌দা করলো।


এভাবে তারা স্পষ্ট উচ্চারণপূর্বক সেই কিতাব, আল্লাহ্‌র শরীয়ত, পাঠ করলো এবং তার অর্থ করে লোকদের পাঠ বুঝিয়ে দিল।


তখন সমস্ত লোক ভোজন পান, অংশ প্রেরণ ও অতিশয় আনন্দ করতে গেল, কেননা যেসব কথা তাদের কাছে বলা গিয়েছিল, তারা সেসব বুঝতে পেরেছিল।


পরে বাদশাহ্‌ মুখ ফিরিয়ে সমস্ত ইসরাইল-সমাজকে দোয়া করলেন; আর সমস্ত ইসরাইল-সমাজ দণ্ডায়মান হল।


আর তারা যার যার স্থানে দাঁড়াল ও দিনের চার ভাগের এক ভাগ সময় পর্যন্ত তাদের আল্লাহ্‌ মাবুদের শরীয়ত-কিতাব পাঠ করলো, পরে দিনের আর চার ভাগের এক ভাগ সময় পর্যন্ত তাদের আল্লাহ্‌ মাবুদের কাছে গুনাহ্‌ স্বীকার ও সেজ্‌দা করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন