Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:46 - কিতাবুল মোকাদ্দস

46 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসুফার সন্তান, টব্বায়োতের সন্তান,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

46 মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

46 মন্দিরের ভৃত্যেরা —সীহের বংশধর, হসুফার বংশধর, টব্বায়োতের বংশধর

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

46 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান, টব্বায়োতের সন্তান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

46 এরা হল মন্দিরের বিশেষ দাস: সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

46 নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:46
9 ক্রস রেফারেন্স  

নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,


যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা।


আর নথীনীয়েরা পূর্ব দিকে পানি-দ্বারের সম্মুখ পর্যন্ত ও বহির্গত উচ্চগৃহ পর্যন্ত ওফলে বাস করতো।


দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবরের সন্তান, একশত আটত্রিশ জন।


কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,


নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকলো এবং শপথ-পূর্বক এই কসম করলো, আমরা আল্লাহ্‌র গোলাম মূসার মধ্য দিয়ে দেওয়া আল্লাহ্‌র শরীয়ত-পথে চলবো, আমাদের প্রভু মাবুদের হুকুম, অনুশাসন ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবো;


প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করলো। কিন্তু এহুদার নগরে নগরে ইসরাইল, ইমাম, লেবীয়, নথীনীয় ও সোলায়মানের গোলামদের সন্তানেরা প্রত্যেকে নিজ নিজ অধিকারে যার যার নগরে বাস করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন