Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:29 - কিতাবুল মোকাদ্দস

29 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোকেরা 743 জন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 কিরীয়াৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লােক 743

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোত শহরের 743

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 কিরিয়ৎ যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:29
6 ক্রস রেফারেন্স  

কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের সন্তান সাত শত তেতাল্লিশ জন।


গিবিয়োন, রামা, বেরোৎ,


তারা এহুদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠে গিয়ে সেখানে শিবির স্থাপন করলো। এই কারণে আজ পর্যন্ত সেই স্থানকে মহনেদান (দানের শিবির) বলে; দেখ, তা কিরিয়ৎ-যিয়ারীমের পিছনে আছে।


পরে বনি-ইসরাইলরা যাত্রা করে তৃতীয় দিনে তাদের নগরগুলোর কাছে উপস্থিত হল। সেসব নগরের নাম গিবিয়োন, কফীরা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম।


বৈৎ-অম্মাবতের লোক বিয়াল্লিশ জন।


রামার ও গেবার লোক ছয় শত একুশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন