নহিমিয় 4:4 - কিতাবুল মোকাদ্দস4 — হে আমাদের আল্লাহ্, শোন, কেননা আমাদের তুচ্ছ করা হচ্ছে; ওদের টিটকারী ওদেরই মাথায় বর্তাও এবং ওদেরকে বন্দী হয়ে লুণ্ঠিত বস্তুর মত বিদেশে থাকতে দাও; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 হে আমাদের ঈশ্বর, তুমি শোনো, কেমন করে আমাদের তুচ্ছ করা হচ্ছে। তাদের এই অপমান তুমি তাদেরই মাথার উপরে ফেলো। তুমি এমন করো যেন তারা বন্দি হয়ে লুটের বস্তুর মতো অন্য দেশে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে আমাদের ঈশ্বর, আমাদের প্রার্থনা শোন, তারা আমাদের যে অপমান করছে তা তাদের উপর ফিরিয়ে দাও। লুঠের বস্তুর মত তাদের বন্ধনদশায় বিদেশে নির্বাসনে পাঠিয়ে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 —হে আমাদের ঈশ্বর, শ্রবণ কর, কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম; উহাদের টিট্কারি উহাদেরই মস্তকে বর্ত্তাও, এবং উহাদিগকে বন্দি হইয়া লুটিত বস্তুর ন্যায় বিদেশে থাকিতে দেও; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 নহিমিয় তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, “হে ঈশ্বর তুমি দয়া করে আমাদের ডাকে সাড়া দাও। এই সমস্ত ব্যক্তিরা আমাদের ঘৃণা করে। সন্বল্লট ও টোবিয় আমাদের অপমান করছে। তুমি তাদের এর যথাযোগ্য শাস্তি দাও। ওদের বন্দী করার ব্যবস্থা করো, যাতে ওরা লজ্জিত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 “হে আমাদের ঈশ্বর, শোন, কারণ আমরা অবহেলিত হলাম; ওদের টিটকারি ওদের মাথায় ফিরিয়ে দাও এবং ওদেরকে বন্দী করে লুট করা জিনিসের মত বিদেশে থাকতে দাও; অধ্যায় দেখুন |