Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:3 - কিতাবুল মোকাদ্দস

3 হস্‌সনায়ার সন্তানেরা মৎস্য-দ্বার গাঁথল; তারা তার কড়িকাঠ তুললো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 হস্‌সনায়ার ছেলেরা মৎস্যদ্বার গাঁথল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হস্‌সনায়ার পুত্রেরা মৎস্যদ্বার আবার গড়ে তুললেন। তাঁরা তার কড়িকাঠও স্থাপন করেছিলেন। কপাট, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হস্‌সনায়ার সন্তানগণ মৎস্য-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 হস্সনায়ার পুত্রগণ মৎ‌স্য-দ্বারটি আবার বানাল। তারা বর্গাগুলি যথাস্থানে বসালো, ইমারতটিতে দরজা বসালো এবং তাতে ছিটকিনি ও তালাচাবি লাগালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 হস্‌সনায়ার ছেলেরা মাছ দরজা গাঁথল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:3
11 ক্রস রেফারেন্স  

এবং আফরাহীমের দ্বার, পুরানো দ্বার, মৎস্য-দ্বার, হননেলের উচ্চগৃহ ও হম্মেয়ার উচ্চগৃহ দিয়ে মেষ-দ্বার পর্যন্ত গেল এবং রক্ষীদের দ্বারে দাঁড়ালো।


এর পরে তিনি দাউদ-নগরের বাইরে গীহোনের পশ্চিমে উপত্যকার মধ্যে মৎস্য-দ্বারের প্রবেশ-স্থান পর্যন্ত প্রাচীর নির্মাণ করলেন, ওফলের চারদিক ঘিরে নিয়ে অতি উঁচু দেয়াল তুললেন এবং এহুদা দেশের প্রাচীরবেষ্টিত সমস্ত নগরে বিক্রমী সেনাপতিদেরকে নিযুক্ত করলেন।


মাবুদ বলেন, সেই দিন মৎস্য-দ্বার থেকে ক্রন্দনের আওয়াজ, দ্বিতীয় বিভাগ থেকে হাহাকার ও উপপর্বতগুলো থেকে মহাভঙ্গের আওয়াজ শোনা যাবে।


আর বায়তুল-মোকাদ্দসের পাশে অবস্থিত দুর্গ দ্বার ও নগর প্রাচীরের ও আমার নিজের থাকবার বাড়ির কড়িকাঠের জন্য বাদশাহ্‌র বনরক্ষক আসফ যেন আমাকে কাঠ দেন, এজন্য তাঁর নামেও একখানি পত্র দিতেও হুকুম দিন। তাতে আমার উপরে আমার আল্লাহ্‌র মঙ্গলময় হাত থাকায় বাদশাহ্‌ আমাকে সেসব দিলেন।


প্রাচীর নির্মিত হওয়ার পর আমি সমস্ত দ্বারের কবাট স্থাপন করলাম এবং দ্বার-রক্ষক, গায়ক ও লেবীয়েরা নিযুক্ত হল।


পরে সন্‌বল্লট, টোবিয়, আরবীয় গেশম ও আমাদের অন্য সকল দুশমন শুনতে পেল যে, আমি প্রাচীর পুনর্নির্মাণ করছি, তার মধ্যে আর ভগ্ন স্থান নেই; তবুও তখনও নগর-দ্বারগুলোর কবাট স্থাপন করি নি।


আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরানো দ্বার মেরামত করলো; তারা তার কড়িকাঠ তুললো; এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।


তাদের কাছে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করলো। তাদের কাছে মশেষবেলর পৌত্র বেরিখিয়ে পুত্র মশুল্লম মেরামত করলো। তাদের কাছে বানার পুত্র সাদোক মেরামত করলো।


কেননা তিনি তোমার দ্বারের সমস্ত অর্গল দৃঢ় করে দিয়েছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানদেরকে দোয়া করেছেন।


সনায়ার সন্তান তিন হাজার ছয় শত ত্রিশ জন।


সনায়ার সন্তান তিন হাজার নয় শত ত্রিশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন