নহিমিয় 12:44 - কিতাবুল মোকাদ্দস44 আর সেদিন কেউ কেউ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডার-কুঠরীগুলোতে, ব্যবস্থানুসারে ইমামদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত থেকে প্রাপ্য সমস্ত অংশ তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কেননা কার্যকারী ইমাম ও লেবীয়দের জন্য এহুদার লোকেরা আনন্দিত হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ44 সেই সময় ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার জন্য লোকদের নিযুক্ত করা হল যারা সব দান, ফসলের অগ্রিমাংশ ও দশমাংশ সেখানে নিয়ে আসবে। তাদের নগরের চারিদিকের ক্ষেত্র থেকে বিধান অনুসারে যাজক ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসার দায়িত্ব ছিল। যিহূদার লোকেরা পরিচর্যাকারী যাজক ও লেবীয়দের কাজে সন্তুষ্ট হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 গাছের প্রথম ফল এবং দশমাংশের ভাণ্ডারগুলির দায়িত্ব নেবার জন্য সেই সময়ে লোকদের নিযুক্ত করা হয়েছিল। সমস্ত যিহুদীয়াবাসী পুরোহিতদের এবং লেবীয়দের সেবার কাজে প্রসন্ন হয়েছিল, তাই শহরগুলির চারিপাশের ক্ষেত থেকে পুরোহিতদের আর লেবীয়দের প্রাপ্য অংশ সংগ্রহ করার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডারার্থক কুঠরীতে কুঠরীতে, ব্যবস্থানুসারে যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল; কেননা কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ জন্মিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 ভাঁড়ার ঘরের তত্ত্বাবধানের জন্য লোক ঠিক করার পর প্রতিশ্রুতি মতো লোকরা গাছের প্রথম ফল ও উৎপন্ন শস্যের দশ ভাগের এক ভাগ জমা করল। তত্ত্বাবধায়ক সেসব ফল ও ফসল ভাঁড়ারে তুলে রাখল। ইহুদীরা সকলেই দায়িত্বাধীন যাজক ও লেবীয়দের কাজে খুবই সন্তুষ্ট হয়েছিল। তাই তারা মুক্তহস্তে ভাঁড়ারের জন্য উপহার বয়ে আনছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 আর সেই দিন কেউ কেউ তোলা উপহারের, প্রথম অংশের ও দশমাংশের জন্য ভান্ডার ঘরে ঘরে, ব্যবস্থার যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত শহরের মাঠ থেকে পাওয়া অংশ সব তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কারণ কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ সৃষ্টি হয়েছিল। অধ্যায় দেখুন |