নহিমিয় 12:28 - কিতাবুল মোকাদ্দস28 আর গায়কদের সন্তানেরা জেরুশালেমের চারদিকের অঞ্চল থেকে ও নটোফাতীয়দের সকল গ্রাম থেকে, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 গায়কদের আনা হয়েছিল জেরুশালেমের নিকটবর্তী জায়গা থেকে নটোফাতীয়দের সকল গ্রাম থেকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 জেরুশালেমের চারিপাশের অঞ্চল থেকে নটোফাতীয়দের গ্রাম থেকে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর গায়কদের সন্তানগণ যিরূশালেমের চারিদিকের অঞ্চল হইতে ও নটোফাতীয়দের সকল গ্রাম হইতে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28-29 গায়করাও সকলে জেরুশালেমের আশেপাশের শহরগুলি থেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন। তাঁরা নিজেদের বসবাসের জন্য জেরুশালেমের আশেপাশে ছোট শহর বানিয়ে ছিলেন। তাঁরা নটোফাত, বৈৎ-গিল্গল, গেবা এবং অস্মাবৎ থেকে এসেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যিরূশালেমের আশেপাশের জায়গা থেকে নটোফাতীয়দের গ্রামগুলো থেকে, অধ্যায় দেখুন |