নহিমিয় 11:31 - কিতাবুল মোকাদ্দস31 বিন্ইয়ামীন-সন্তানেরা সেবা থেকে মিক্মসে ও অয়াতে এবং বেথেলে ও তার উপনগরগুলোতে, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিক্মসে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিকমস, অয়া, বেথেল ও তার উপকণ্ঠে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 বিন্যামীন-সন্তানেরা গেবা অবধি মিক্মসে ও অয়াতে, এবং বৈথেলে ও তাহার উপ-নগরসমূহে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 গেবা থেকে বিন্যামীন পরিবারের উত্তরপুরুষরা মিক্মস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 বিন্যামীন গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা থেকে মিক্মসে, অয়াতে, বৈথেলে ও তার আশেপাশের গ্রামগুলো, অধ্যায় দেখুন |