Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:31 - কিতাবুল মোকাদ্দস

31 বিন্‌ইয়ামীন-সন্তানেরা সেবা থেকে মিক্‌মসে ও অয়াতে এবং বেথেলে ও তার উপনগরগুলোতে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিকমস, অয়া, বেথেল ও তার উপকণ্ঠে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 বিন্যামীন-সন্তানেরা গেবা অবধি মিক্‌মসে ও অয়াতে, এবং বৈথেলে ও তাহার উপ-নগরসমূহে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 গেবা থেকে বিন্যামীন পরিবারের উত্তরপুরুষরা মিক্‌মস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 বিন্যামীন গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বৈথেলে ও তার আশেপাশের গ্রামগুলো,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:31
14 ক্রস রেফারেন্স  

সে অয়াতে এসেছে, মিগ্রোণ পিছনে ফেলেছে; মিক্‌মসে নিজের দ্রব্যসামগ্রী রেখেছে;


পরে শামুয়েল বললেন, তুমি কি করলে? তালুত বললেন, আমি দেখলাম, লোকেরা আমার কাছ থেকে বিছিন্ন হয়ে যাচ্ছে এবং নির্ধারিত দিনের মধ্যে আপনিও আসেন নি, আর ফিলিস্তিনীরা মিক্‌মসে জমায়েত হয়েছে।


কফর-অম্মোনী, অফ্‌নি ও সেবা; স্ব স্ব গামের সঙ্গে বারোটি নগর।


সেখান থেকে ঐ সীমা লূসে, দক্ষিণ দিকে লূসের অর্থাৎ বেথেলের পাশ পর্যন্ত গেল; এবং নিম্নতর বৈৎ-হোরণের দক্ষিণে অবস্থিত পর্বত দিয়ে অটারোৎ-অদ্দরের দিকে নেমে গেল।


এভাবে ইউসা তাদের প্রেরণ করলেন; আর তারা গিয়ে অয়ের পশ্চিমে বেথেল ও অয়ের মধ্যস্থানে লুকিয়ে থাকলো; কিন্তু ইউসা লোকদের মধ্যে সেই রাত যাপন করলেন।


আর সেই স্থানের নাম বেথেল (আল্লাহ্‌র গৃহ) রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম ছিল লূস।


পরে তিনি ঐ স্থান ত্যাগ করে পর্বতে গিয়ে বেথেলের পূর্ব দিকে তাঁর তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগর ছিল; তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে এক কোরবানগাহ্‌ তৈরি করলেন ও মাবুদের এবাদত করলেন।


পরে ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদল বের হয়ে মিক্‌মসের পাহাড়ী পথে এল।


তালুত নিজের জন্য ইসরাইলের মধ্যে তিন হাজার লোক মনোনীত করলেন; তার দুই হাজার মিক্‌মসে ও বেথেল পর্বতে তালুতের সঙ্গে থাকলো; এবং এক হাজার বিন্‌ইয়ামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকলো; আর অন্য সমস্ত লোককে তিনি নিজ নিজ তাঁবুতে বিদায় করলেন।


সানোহে, অদুল্লমে ও তাদের গ্রামগুলোতে, লাখীশ ও তৎসংক্রান্ত ক্ষেতে, অসেকাতে ও তার উপনগরগুলোতে বাস করতো; বস্তুত তারা বের্‌-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্যন্ত তাঁবুতে বাস করতো।


অনাথোতে, নোবে, অননিয়াতে,


বৈৎ-অরাবা, সমারয়িম, বেথেল,


এবং বৈৎ-গিল্‌গল থেকে এবং গেবার ও অম্মাবতের ক্ষেত থেকে একত্র হল, কেননা গায়কেরা জেরুশালেমের চারদিকে নিজেদের জন্য গ্রাম পত্তন করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন