দ্বিতীয় বিবরণ 8:13 - কিতাবুল মোকাদ্দস13 তোমার গোমেষাদির পাল বৃদ্ধি পেলে, তোমার সোনা ও রূপা বৃদ্ধি পেলে এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পেলে, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 আর যখন তোমাদের পালের গরু, ছাগল ও মেষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তোমাদের অনেক সোনা ও রুপো হবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমাদের গো-মেষাদির পাল ও সোনা রূপোর সম্পদ বৃদ্ধি লাভ করবে, সকল দিকেই তোমরা যখন সমৃদ্ধিশালী হয়ে উঠবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমার গোমেষাদির পাল বৃদ্ধি পাইলে, তোমার স্বর্ণ ও রৌপ্য বৃদ্ধি পাইলে, এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমাদের গরু, মেষ এবং ছাগলগুলো সংখ্যায় বাড়বে। তোমরা প্রচুর সোনা এবং রূপো পাবে। সমস্ত কিছুই তোমরা প্রচুর পরিমাণে পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমার গরু মোষের পাল বহুগুণ হলে, তোমার সোনা ও রূপা বাড়লে এবং তোমার সব সম্পত্তি বহুগুণ হলে অধ্যায় দেখুন |