Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:18 - কিতাবুল মোকাদ্দস

18 অথবা ভূমির নিচস্থ জলচর কোন জন্তুর প্রতিকৃতি তৈরি কর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 কিংবা বুকে হাঁটা কোনো প্রাণীর বা জলের নিচের কোনো মাছেরই হোক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 মাটির নীচে জলচর কোন প্রাণীর প্রতিমূর্তি তোমরা নির্মাণ করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 অথবা ভূমির নীচস্থ জলচর কোন জন্তুর প্রতিকৃতি নির্ম্মাণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 মাটির বুকে ভর দিয়ে চলে এমন কোনো কিছুর মতো অথবা সমুদ্রের কোনো মাছের মতো প্রতিমূর্ত্তি তৈরী করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 মাটিতে বুকে হেঁটে চলা কোনো প্রাণীর প্রতিমূর্ত্তি, অথবা মাটির নীচে জলের মধ্যে কোনো মাছের প্রতিমূর্ত্তি তৈরী কর;

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:18
4 ক্রস রেফারেন্স  

তখন আল্লাহ্‌ বড় বড় তিমি ও পানিতে চলাচলকারী বিভিন্ন জাতের জীবন্ত প্রাণীকুল এবং নানা জাতের পাখির সৃষ্টি করলেন। পরে আল্লাহ্‌ দেখলেন যে, সেসব উত্তম।


পাছে পুরুষ বা স্ত্রীর প্রতিকৃতি, দুনিয়ার কোন পশুর প্রতিকৃতি, আসমানে উড়ে বেড়ানো কোন পাখির প্রতিকৃতি, ভূচর কোন সরীসৃপের প্রতিকৃতি,


আর আসমানের প্রতি চোখ তুলে সূর্য, চন্দ্র ও তারা, আসমানের সমস্ত বিদ্যমান বস্তু দেখলে, তোমার আল্লাহ্‌ মাবুদ যাদেরকে সমস্ত আসমানের নিচে অবস্থিত সমস্ত জাতির জন্য বণ্টন করেছেন, পাছে ভ্রান্ত হয়ে তাদের কাছে সেজ্‌দা ও তাদের সেবা কর।


তাতে আমি ভিতরে গিয়ে দৃষ্টিপাত করলাম, আর দেখ, সমস্ত রকম সরীসৃপ ও ঘৃণ্য পশুর আকৃতি এবং ইসরাইল-কুলের সমস্ত মূর্তি চারদিকে দেয়ালের শরীরে চিত্রিত রয়েছে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন