Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 33:13 - কিতাবুল মোকাদ্দস

13 আর ইউসুফের বিষয়ে তিনি বললেন, তার দেশ মাবুদের দোয়াযুক্ত হোক, আসমানের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন, “সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেন আকাশের মহামূল্য শিশির দিয়ে এবং মাটির নিচের জল দিয়ে;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যোষেফ সম্পর্কে তিনি বললেনঃ তার দেশকে প্রভু পরমেশ্বর করুন আশীর্বাদ আকাশের বর্ষণ ও ভূতলের জলরাশি দিয়ে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর যোষেফের বিষয়ে তিনি কহিলেন, তাহার দেশ সদাপ্রভুর আশীর্ব্বাদযুক্ত হউক, আকাশের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যোষেফের সম্বন্ধে মোশি বললেন: “প্রভু যোষেফের দেশকে আশীর্বাদ করুন। প্রভু তাদের মাথার উপরের আকাশ থেকে বৃষ্টি আনুন আর পায়ের তলার মাটি থেকে জল দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আর যোষেফের বিষয়ে তিনি বললেন, “তার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হোক, আকাশের মূল্যবান জিনিস ও শিশিরের মাধ্যমে, নীচে বিস্তীর্ণ জলের মাধ্যমে,

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 33:13
20 ক্রস রেফারেন্স  

আর অনেক জাতির মধ্যে ইয়াকুবের অবশিষ্টাংশ মাবুদের কাছ থেকে আগত শিশিরের মত, ঘাসের উপরে পড়া বৃষ্টির মত হবে, যা মানুষের জন্য বিলম্ব করে না ও তাদের অপেক্ষা করে না।


আমি ইসরাইলের পক্ষে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে, আর লেবাননের মত মূল বাঁধবে।


কেননা মাবুদ আমাকে এই কথা বলেছেন, নির্মল আসমানে সতেজ রৌদ্রের মত, শস্যকর্তনের উত্তপ্ত সময়ে কুয়াসাযুক্ত মেঘের মত, আমি ক্ষান্ত হব, নিজের বাসস্থানে থেকে নিরীক্ষণ করবো।


বাদশাহ্‌র ক্রোধ সিংহের হুঙ্কারের মত; কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরিস্থ শিশিরের মত।


তাঁর জ্ঞান দ্বারা গভীর সমস্ত জলধি খুলে গেল, আর আসমান বিন্দু বিন্দু শিশির বর্ষণ করলো।


কেননা শান্তিযুক্ত বীজ হবে, আঙ্গুরলতা ফলবতী হবে, ভূমি তার শস্য উৎপন্ন করবে ও আসমান তার শিশির দান করবে; আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী করবো।


তোমার সৈন্যসামন্ত সংগ্রহ দিনে, তোমার লোকেরা স্বেচ্ছায় দেওয়া উপহার হবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ থেকে, তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য।


পানির ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,


আমার উপদেশ বৃষ্টির মত করে পড়বে, আমার কথা শিশিরের মত করে পড়বে, ঘাসের উপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মত, লতাগুল্মের উপরে পড়া পানির স্রোতের মত।


ইউসুফ পিতাকে বললেন, এরা আমার পুত্র, যাদেরকে আল্লাহ্‌ এই দেশে আমাকে দিয়েছেন। তখন তিনি বললেন, আরজ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে দোয়া করবো।


আর মিসরে তোমার কাছে আমার আসার আগে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মেছে, তারা আমারই; রূবেণ ও শিমিয়োনের মত আফরাহীম ও মানশাও আমারই হবে।


তখন তিনি কাছে গিয়ে চুম্বন করলেন, আর ইস্‌হাক তাঁর কাপড়ের গন্ধ নিয়ে তাঁকে দোয়া করে বললেন, দেখ, আমার পুত্রের সুগন্ধ মাবুদের দোয়াযুক্ত ক্ষেত্রের সুগন্ধের মত।


তখন তাঁর পিতা ইস্‌হাক জবাবে বললেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হবে, উপরিস্থ আসমানের শিশিরবিহীন হবে।


ইউসুফ-সন্তানদের মধ্যে আফরাহীম-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।


সূর্যের রশ্মিতে পাকা ফলের উত্তম উত্তম দ্রব্য দ্বারা, চান্দ্র মাসের পালায় পাকা উত্তম উত্তম দ্রব্য দ্বারা,


তাই ইসরাইল নির্ভয়ে বাস করে, ইয়াকুবের উৎস একাকী থাকে, শস্য ও আঙ্গুর-রসের দেশে বাস করে; আর তার আসমান হতেও শিশির ঝরে পড়ে।


দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন