দ্বিতীয় বিবরণ 32:2 - কিতাবুল মোকাদ্দস2 আমার উপদেশ বৃষ্টির মত করে পড়বে, আমার কথা শিশিরের মত করে পড়বে, ঘাসের উপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মত, লতাগুল্মের উপরে পড়া পানির স্রোতের মত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক আর আমার কথা শিশিরের মতো করে নেমে আসুক, নতুন ঘাসের উপর পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, কোমল চারাগাছের উপর পড়ুক ভারী বৃষ্টির মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 বর্ষিত হোক বৃষ্টির মত আমার উপদেশ, ঝরে পড়ুক আমার কথা শিশিরের মত, নরম ঘাসের বুকে বিন্দু বিন্দু বৃষ্টিপাতের মত, লতাপল্লবে ঝরে পড়া বারিধারার মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আমার উপদেশ বৃষ্টির ন্যায় বর্ষিবে, আমার কথা শিশিরের ন্যায় ক্ষরিবে, তৃণের উপরে পতিত বিন্দু বিন্দু বৃষ্টির ন্যায়, শাকের উপরে পতিত জলধারার ন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমার উপদেশ বৃষ্টির মত ঝরবে, যেমন শিশির পড়ে মাটির উপরে, বৃষ্টির ধারা ঘাসের উপর পড়ে, যেমন সবুজ গাছপালার উপর বৃষ্টি নামে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আমার শিক্ষা বৃষ্টির মতো বর্ষণ হবে, আমার কথা শিশিরের মতো নেমে আসবে, ঘাসের ওপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, শাকের ওপরে পড়া জলধারার মতো। অধ্যায় দেখুন |