দ্বিতীয় বিবরণ 3:26 - কিতাবুল মোকাদ্দস26 কিন্তু মাবুদ তোমাদের জন্য আমার প্রতিকূলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা শুনলেন না; মাবুদ আমাকে বললেন, তোমার পক্ষে এই যথেষ্ট, এই বিষয়ের কথা আমাকে আর বলো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 কিন্তু তোমাদের জন্য সদাপ্রভু আমার উপরে বিরক্ত হওয়াতে আমার কথা শুনলেন না। সদাপ্রভু বললেন, “যথেষ্ট হয়েছে, এই বিষয়ে আমাকে আর বোলো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 কিন্তু তোমাদের কারণে প্রভু পরমেশ্বর আমার উপর ক্রুদ্ধ হওয়াতে আমার বিনতি তিনি গ্রাহ্য করলেন না। প্রভু আমাকে বললেন, তোমার পক্ষে এ-ই যথেষ্ট, এই বিষয়ে তুমি আর আমাকে অনুরোধ করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কিন্তু সদাপ্রভু তোমাদের জন্য আমার প্রতিকূলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা শুনিলেন না; সদাপ্রভু আমাকে কহিলেন, তোমার পক্ষে এই যথেষ্ট, এ বিষয়ের কথা আমাকে আর বলিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 “কিন্তু তোমাদের জন্য প্রভু আমার ওপরে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি আমার কথা শুনতে অস্বীকার করেছিলেন। প্রভু আমাকে বলেছিলেন, ‘এটাই যথেষ্ট! এই প্রসঙ্গে আর কোনো কথা বোলো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কিন্তু সদাপ্রভু তোমাদের জন্য আমার বিরুদ্ধে রেগে যাওয়াতে আমার কথা শুনলেন না; সদাপ্রভু আমাকে বললেন, “এটাই তোমার জন্য যথেষ্ট হোক, এ বিষয়ে আমাকে আর বল না। অধ্যায় দেখুন |