দ্বিতীয় বিবরণ 25:8 - কিতাবুল মোকাদ্দস8 তখন তার নগরের প্রাচীনবর্গরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলবে; যদি সে দাঁড়িয়ে বলে, ওকে গ্রহণ করতে আমার ইচ্ছা নেই; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 তখন নগরের প্রবীণ নেতারা তাকে ডেকে পাঠাবে এবং তার সঙ্গে কথা বলবে। এর পরেও যদি সে বলতে থাকে যে, “আমি তাকে বিয়ে করতে চাই না,” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 নগরের নেতৃবৃন্দ তখন সেই ব্যক্তিকে ডাকিয়ে এনে তার সঙ্গে কথা বলবে। সে যদি তার পরেও তাকে বিবাহ করতে অস্বীকার করে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে; যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তখন সেই নগরের প্রাচীনরা সেই ব্যক্তিকে ডেকে তার সাথে কথা বলবে। যদি সেই ব্যক্তি একগুঁয়ে মনোভাব নিয়ে বলে, ‘আমি তাকে গ্রহণ করতে চাই না,’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তখন তার শহরের প্রাচীনরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলবে; কিন্তু যদি সে দাঁড়িয়ে বলে, “ওকে গ্রহণ করতে আমার ইচ্ছা নেই;” অধ্যায় দেখুন |
অতএব আমি তোমাকে এই কথা জানাতে মনস্থ করেছি; তুমি এই সমাসীন লোকদের সাক্ষাতে ও আমার স্বজাতীয়দের প্রধান ব্যক্তিবর্গের সাক্ষাতে তা ক্রয় কর। যদি তুমি মুক্ত করতে চাও, মুক্ত কর, কিন্তু যদি মুক্ত করতে না চাও তবে আমাকে বল, আমি জানতে চাই; কেননা তুমি মুক্ত করলে আর কেউ করতে পারে না; কিন্তু তোমার পরে আমি পারি। সে বললো, আমি মুক্ত করবো।