দ্বিতীয় বিবরণ 17:18 - কিতাবুল মোকাদ্দস18 আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে তার নিজের জন্য একটি কিতাবে লেবীয় ইমামদের সম্মুখস্থিত এই শরীয়তের অনুলিপি লিখে নেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 সে যখন নিজের সিংহাসনে বসবে তখন সে যেন নিজের জন্য গোটানো পুঁথিতে এই বিধানের কথাগুলি লিখে রাখে, যেটি লেবীয় যাজকদের বিধানের অনুলিপি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 স্বরাজ্যে সিংহাসনে আরোহণের সময় সে নিজের জন্য লেবীয় পুরোহিতদের রক্ষণাধীন এই বিধি ব্যবস্থার অনুলিপি একটি পুস্তকে লিপিবদ্ধ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “এবং রাজা যখন শাসন করতে শুরু করবে তখন একটা বইয়ে সে অবশ্যই বিধিগুলি লিখে রাখবে। যাজকরা এবং লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা যে বই রাখে, সেই বই থেকে সে এই প্রতিলিপি লিখবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর নিজের রাজ্যের সিংহাসনে বসার দিনের সে নিজের জন্যে একটি বইয়ে লেবীয় যাজকদের সামনে অবস্থিত এই নিয়মের অনুলিপি লিখবে। অধ্যায় দেখুন |