দ্বিতীয় বিবরণ 14:28 - কিতাবুল মোকাদ্দস28 তৃতীয় বছরের শেষে তুমি সেই বছরে উৎপন্ন তোমার শস্যাদির যাবতীয় দশ ভাগের এক ভাগ বের করে এনে তোমার নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করে রাখবে; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 প্রত্যেক তৃতীয় বছরের শেষে, তোমাদের সেই বছরের ফসলের দশমাংশ তোমাদের নগরে জমা করবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমরা সেই বছরের উৎপন্ন ফসলের দশমাংশ পৃথক করে নগরে সঞ্চয় করে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “প্রতি তিন বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরের সংগৃহীত ফসলের এক দশমাংশ সংগ্রহ করবে। তোমাদের শহরগুলোতে এই খাদ্য জমা করে রেখো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তৃতীয় বছরের শেষে তুমি সেই বছরে উৎপন্ন নিজের শস্যাদির যাবতীয় দশমাংশ বের করে এনে নিজের শহরের দরজার ভিতরে সঞ্চয় করে রাখবে; অধ্যায় দেখুন |