Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 10:14 - কিতাবুল মোকাদ্দস

14 দেখ, বেহেশত ও বেহেশতের বেহেশত এবং দুনিয়া ও তার মধ্যেকার যাবতীয় বস্তু তোমার আল্লাহ্‌ মাবুদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 দেখ, অন্তরীক্ষ ও মহাকাশ, পৃথিবী ও তার সর্ববস্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 দেখ, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 “দেখ, সমস্ত কিছুই প্রভু তোমাদের ঈশ্বরের। স্বর্গ এবং উচ্চতম স্বর্গ, পৃথিবী এবং তার ওপরের সমস্ত কিছুই প্রভু তোমাদের ঈশ্বরের।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 দেখ, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তার মধ্যে সব জিনিস তোমার ঈশ্বর সদাপ্রভুর।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 10:14
21 ক্রস রেফারেন্স  

এখন যদি তোমরা আমার কথা মান্য কর ও আমার নিয়ম পালন কর তবে তোমরা সমস্ত জাতির মধ্য থেকে আমার নিজস্ব অধিকার হবে, কেননা সমস্ত দুনিয়া আমার।


দুনিয়া ও সমস্ত বস্তু মাবুদেরই; দুনিয়া ও তার নিবাসীরা তাঁর।


বেহেশত মাবুদেরই বেহেশত, কিন্তু তিনি দুনিয়া মানুষকে দিয়েছেন।


কেবলমাত্র তুমিই মাবুদ; তুমি বেহেশত ও বেহেশতের বেহেশত এবং তার সমস্ত বাহিনী, দুনিয়া ও সেখানকার সমস্ত কিছু এবং সমুদ্র ও তার মধ্যকার সকল কিছু নির্মাণ করেছ, আর তুমি তাদের সকলকে জীবন দিচ্ছ এবং বেহেশতের বাহিনী তোমার কাছে সেজ্‌দা করে।


হে উচ্চতম বেহেশত, তাঁর প্রশংসা কর। হে আসমানের উপরের জলরাশি, তোমরাও তাঁর প্রশংসা কর।


কিন্তু আল্লাহ্‌ কি সত্যি সত্যিই দুনিয়াতে বাস করবেন? দেখ, বেহেশত ও বেহেশতের বেহেশত তোমাকে ধারণ করতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারবে?


আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না; কেননা দুনিয়া ও তার সমস্তই আমার।


কিন্তু আল্লাহ্‌ কি সত্য সত্যিই দুনিয়াতে মানুষের সঙ্গে বাস করবেন? দেখ, বেহেশত ও বেহেশতের বেহেশত তোমাকে ধারণ করতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারবে?


তখন মূসা তাঁকে বললেন, আমি নগর থেকে বাইরে গিয়ে আমার দু’হাত মাবুদের কাছে তুলে ধরবো, তাতে মেঘ-গর্জন নিবৃত্ত হবে ও শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে, দুনিয়া মাবুদেরই।


কিন্তু যদি কেউ তোমাদের বলে, এটা মূর্তির কাছে উৎসর্গ করা হয়েছে, তবে যে জানালো, তার জন্য এবং বিবেকের জন্য তা ভোজন করো না।


যেহেতু “দুনিয়া ও তার সমস্ত বস্তু প্রভুরই।”


মাবুদ এই কথা বলেন, বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে? আমার বিশ্রাম স্থান কোন্‌ স্থান?


তিনি ইব্রামকে দোয়া করে বললেন, ইব্রাম বেহেশত ও দুনিয়ার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ্‌র দোয়ার পাত্র হোন,


আল্লাহ্‌, যিনি দুনিয়া ও তার মধ্যেকার সমস্ত বস্তু নির্মাণ করেছেন, তিনিই বেহেশতের ও দুনিয়ার প্রভু। তিনি হাতের তৈরি কোন মন্দিরে বাস করেন না।


আমি মসীহে আশ্রিত এক ব্যক্তিকে জানি, চৌদ্দ বৎসর হল সশরীরে কি না জানি না; অশরীরে কি না জানি না; আল্লাহ্‌ জানেন এমন ব্যক্তি তৃতীয় বেহেশত পর্যন্ত নীত হয়েছিল।


আজ আমি তোমার মঙ্গলের জন্য মাবুদের যে যে হুকুম ও বিধি তোমাকে দিচ্ছি, সেসব যেন পালন কর।


হে যিশুরূণ, আল্লাহ্‌র মত আর কেউ নেই; তিনি তোমার সাহায্যের জন্য আকাশরথে, নিজের গৌরবে আসমান-পথে যাতায়াত করেন।


কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো? সমস্ত আসমানের নিচে সকলই আমার।


যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন; শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান।


তখন ইব্রাম সাদুমের বাদশাহ্‌কে জবাবে বললেন, আমি বেহেশত ও দুনিয়ার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে হাত উঠিয়ে বলছি,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন