Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 9:3 - কিতাবুল মোকাদ্দস

3 পরে আমি রোজা রেখে, চট পরে ও ভস্ম লেপন করে মুনাজাত ও বিনতির চেষ্টায় আমার মালিক আল্লাহ্‌র প্রতি তাকালাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 তাই আমি প্রভু ঈশ্বরের মুখ অন্বেষণ করলাম ও চটের কাপড় পড়ে, ছাই মেখে, উপবাসে, তাঁর কাছে প্রার্থনা ও বিনতি করলাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তারপর অনুতাপের চিহ্ন হিসাবে চটের কাপড় পরে, গায়ে ভস্ম মেখে উপবাস ও প্রার্থনায় রত হলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন আমি ঈশ্বর, আমার প্রভুর কাছে সাহায্য এবং করুণার জন্য প্রার্থনা করেছিলাম। প্রার্থনার সময় আমি উপোস করে, শোক পোশাক পরে এবং মাথায় ছাই মেখে বসেছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে আমি উপবাস করে, চট পরে এবং ছাইয়ে বসে অনুরোধ ও প্রার্থনা করার জন্য, আমি প্রভু ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করলাম।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 9:3
30 ক্রস রেফারেন্স  

তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাবো, যা তুমি জান না।


তুমি যাও, শূশনে উপস্থিত সমস্ত ইহুদীকে একত্র কর এবং সকলে আমার জন্য রোজা রাখ, তিন দিন, দিনে কি রাতে কিছু আহার করো না, কিছু পানও করো না, আর আমি ও আমার বাঁদীরাও তেমনি রোজা রাখবো; এভাবে আমি বাদশাহ্‌র কাছে যাব, তা আইনের বিরুদ্ধে হলেও যাব, আর যদি বিনষ্ট হতে হয়, হবো।


পরে সন্ধ্যাকালীন কোরবানীর সময়ে আমি মনোদুঃখ থেকে উঠলাম এবং ছেঁড়া কাপড় ও পরিচ্ছদ না খুলে হাঁটু পেতে আমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে দু’হাত তুললাম;


পরে উযায়ের আল্লাহ্‌র গৃহের সম্মুখ থেকে উঠে ইলিয়াশীবের পুত্র যিহোহাননের কক্ষে প্রবেশ করলেন, কিন্তু সেখানে যাবার আগে কিছু রুটি ভোজন বা পানি পান করেন নি, কেননা বন্দীদশা থেকে আগত লোকদের বিশ্বাস ভঙ্গের কারণে তিনি শোকগ্রস্ত হয়েছিলেন।


পরে আমাদের জন্য এবং আমাদের বালক-বালিকাদের ও সমস্ত সম্পত্তির জন্য সরল পথ যাচ্ঞা করার অভিপ্রায়ে আমাদের আল্লাহ্‌র সাক্ষাতে নিজেদেরকে বিনত করার জন্য আমি সেই স্থানে অহবা নদীর কাছে রোজা ঘোষণা করলাম।


তখন কর্ণীলিয় বললেন, আজ চার দিন হল, আমি এই সময়ে বিকাল তিনটার সময়ে নিজের বাড়িতে মুনাজাত করছিলাম, এমন সময়ে, দেখুন, উজ্জ্বল পোশাক পরা এক জন পুরুষ আমার সম্মুখে দাঁড়ালেন;


আর চুরাশি বছর পর্যন্ত বিধবা হয়ে থাকেন, তিনি বায়তুল-মোকাদ্দস থেকে প্রস্থান না করে রোজা ও মুনাজাত সহকারে রাত দিন এবাদত করতেন।


কিন্তু, মাবুদ বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে এবং রোজা, কান্নাকাটি ও মাতম সহকারে আমার কাছে ফিরে এসো।


হে ইমামেরা, তোমরা চট পরে মাতম কর; হে কোরবানগাহ্‌র পরিচারকরা, হাহাকার কর; হে আমার আল্লাহ্‌র পরিচারকরা, এসো, চট পরে সমস্ত রাত যাপন কর; কেননা তোমাদের আল্লাহ্‌র গৃহে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্যের অভাব হয়েছে।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তাদের পক্ষে তা করার জন্য আমি ইসরাইল-কুলকে আমার কাছে খোঁজ করতে দেব; আমি তাদের ভেড়ার পালের মত লোকজনে বৃদ্ধি করবো।


কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম, আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম, আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে।


পত্রখানি স্বাক্ষরিত হয়েছে, দানিয়াল যখন তা জানতে পারলেন, তখন তিনি তাঁর বাড়িতে গেলেন; তাঁর কুঠরীতে জানালা জেরুশালেমের দিকে খোলা ছিল; তিনি দিনের মধ্যে তিনবার হাঁটু পেতে তাঁর আল্লাহ্‌র সম্মুখে মুনাজাত ও প্রশংসা-গজল করলেন, যেমন আগে করতেন।


আর ঐ মাসের চতুর্বিংশ দিনে বনি-ইসরাইল রোজা রেখে, চট পরে ও মাথায় মাটি মেখে একত্র হল।


আর সেদিন প্রভু, বাহিনীগণের মাবুদ কাঁদবার, মাতম করবার, মাথা মুণ্ডন ও কোমরে চট বাঁধার কথা ঘোষণা করলেন;


তাঁর প্রথম বছরে, তাঁর রাজত্বের প্রথম বছরে, আমি দানিয়াল গ্রন্থাবলি দ্বারা বছরের সংখ্যা বুঝলাম, অর্থাৎ জেরুশালেমের উৎসন্ন-দশা শেষ হতে সত্তর বছর লাগবে, মাবুদের এই যে কালাম ইয়ারমিয়া নবীর কাছে উপস্থিত হয়েছিল, তা বুঝলাম।


আর আমার আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করলাম ও গুনাহ্‌ স্বীকার করে বললাম হে মালিক, তুমিই সেই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো আল্লাহ্‌, যিনি তাদের সঙ্গে নিয়ম ও অটল মহব্বত রক্ষা করেন, যারা তাঁকে মহব্বত করে ও তাঁর হুকুম পালন করে।


এইভাবে আমি নিবেদন ও মুনাজাত করছিলাম এবং আমার গুনাহ্‌ ও আমার জাতি ইসরাইলের গুনাহ্‌ স্বীকার করছিলাম এবং আমার আল্লাহ্‌র পবিত্র পর্বতের জন্য আমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে ফরিয়াদ উপস্থিত করছিলাম;


তখন নিনেভে শহরের লোকেরা আল্লাহ্‌র উপরে ঈমান আনলো; তারা রোজা ঘোষণা করলো এবং মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরলো।


পরে দাউদ ছেলেটির জন্য আল্লাহ্‌র কাছে ফরিয়াদ জানালেন; আর দাউদ রোজা রাখলেন, ভিতরে প্রবেশ করে সমস্ত রাত ভূমিতে পড়ে রইলেন।


এজন্য আমি নিজেকে ঘৃণা করছি, ধুলায় ও ভস্মে বসে তওবা করছি।


কিন্তু মুনাজাত ও রোজা ছাড়া আর কিছুতেই এই জাতি বের হয় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন